ইলামবাজার, 4 এপ্রিল : রিসর্ট মালিক বিদেশ থেকে ফিরেছেন ৷ সংক্রমণ ছড়াতে পারে। এই গুজবে রিসর্ট ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দিলীপ ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতা লালন ঘোষকে এদিন গ্রেপ্তার করা হয়।
কোরোনা গুজবে রিসর্ট ও পুলিশের গাড়ি ভাঙচুর, ধৃত 2 তৃণমূল নেতা - corona rumour
বিদেশ থেকে ফিরেছেন রির্সট মালিক ৷ কোরোনা সংক্রমণ ছড়াতে পারে এমন গুজব ছড়িয়ে রিসর্ট ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হল ৷ ঘটনা ইলামবাজারের ৷ ঘটনায় জড়িত 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ
ইলামবাজারের আদিবাসী অধ্যুষিত গোপালনগর গ্রামের বাইরে একটি রিসর্ট রয়েছে। লকডাউনের আগে রিসর্ট মালিক অ্যামেরিকা থেকে ফিরেছেন। তাই এই রিসর্ট মালিকের থেকে কোরোনা ভাইরাস সংক্রমিত হতে পারে। গ্রামে এমনই গুজব ছড়িয়ে রিসর্ট ভাঙচুর করা হয়। ঘটনায় 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, গ্রামবাসীদের উসকে রিসর্ট ঘেরাও করে রাখা হয়। পরে ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ গেলে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। যদিও, রিসর্ট মালিক দীর্ঘদিন ধরে এখানে আসেননি। গুজব ছড়িয়ে ভাঙচুর করা হয়েছে। ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য দিলীপ ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতা লালন ঘোষের উস্কানিতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এদিন পুলিশ এই দু'জনকে গ্রেপ্তার করে।