বোলপুর, 7 এপ্রিল : কোরোনা-আতঙ্কে বন্ধ হল বোলপুরের কংকালীতলা মেলা। প্রতি বছর এখানে চৈত্র সংক্রান্তির দিন মেলা বসে ৷ সমাগম হয় লক্ষাধিক ভক্তের ৷ কিন্তু এবার পরিস্থিতির কথা মাথায় রেখে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ ।
কোরোনা-আতঙ্কে বন্ধ বোলপুরের কংকালীতলা মেলা - kankalitola fair of bolpur cancelled
শতাধিক বছর ধরে চলছে কংকালীতলা মেলা । কোপাইয়ের জলে স্নান সেরে কংকালী মন্দিরে পুজো দেন ভক্তরা। এবার সেই মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বোলপুরের কংকালীতলা হল সতীর একান্নপীঠের অন্যতম। প্রতিবছর চৈত্র সংক্রান্তির দিন এখানে মেলা বসে ৷ লক্ষাধিক মানুষের সমাগম হয় ৷ কোপাই নদীর জলে স্নান সেরে কংকালী মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়ে ভোররাত থেকে ৷ তিনদিন ধরে চলে এই মেলা ৷ সেই মতো এবারও 13 এপ্রিল মেলা বসার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমনিতেই বন্ধ রয়েছে মন্দির ৷ বাইরের দোকানপাটও লকডাউনের জেরে বন্ধ । এদিকে সংক্রমণ রুখতে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেওয়া হচ্ছে ৷ বলা হচ্ছে ভিড় বা জমায়েত এড়াতে। তাই সামগ্রিক দিক বিচার করেই বোলপুরের কংকালীতলা মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল ।
এবিষয়ে মন্দিরের পুরোহিত জয়ন্ত চৌধুরি বলেন, "জনসমাগম থেকে কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে ৷ তাই এবার মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমরা পঞ্চায়েত, প্রশাসনের মাধ্যমে প্রচার করতে চাই যে এবার মেলা হচ্ছে না। যাতে কেউ না আসেন। ভিড় না জমান । "