পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagtui Massacre Incident: বগটুই গণহত্যার এক বছর, শহিদ বেদী তৈরির প্রতিযোগিতায় বিজেপি-তৃণমূল - শহিদ বেদী

বগটুই গণহত্যা (Bagtui Massacre) একবছর হতে চলল ৷ তাই বছর পূর্তিতে শহিদ বেদী নির্মাণ নিয়ে বিজেপি-তৃণমূল সংঘাত শুরু হয়েছে ৷

Bagtui Massacre Incident
শহিদ বেদী তৈরির প্রতিযোগিতায় নামল বিজেপি তৃণমূল

By

Published : Mar 20, 2023, 10:43 AM IST

Updated : Mar 20, 2023, 12:27 PM IST

গণহত্যার এক বছরে শহিদ বেদী তৈরি ঘিরে তরজা

রামপুরহাট, 20 মার্চ: বগটুই গণহত্যা কাণ্ডের এক বছর পূর্ণ হবে মঙ্গলবার। বছর পূর্তিতে শহিদ বেদী নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গত কয়েকদিন ধরে বগটুই গ্রামে মিহিলাল শেখের বাড়ির দোরগোড়ায় কংক্রিটের শহিদ বেদী তৈরির কাজ শুরু করেছে বিজেপি। সেই খবর চাউর হতেই গতকাল বিকেল থেকে তার সামনেই আরও একটি শহিদ বেদী তৈরির কাজ শুরু করল তৃণমূল। যদিও বিজেপির তৈরি শহিদ বেদী নির্মাণের বিষয়টি মিহিলাল স্বীকার করলেও তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে বিষয়টি তাদের অজানা (Controversy over Martyrs Statue of Bagtui Massacre Incident)।

গত বছর 21 মার্চ রাত আটটায় রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় স্থানীয় 1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। তারপরই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। খুনের বদলা নিতে শিশু-সহ 7 জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে ভরতি হওয়ার পর আরও তিন জনের মৃত্যু হয়। সেই ঘটনার এক বছরের স্মৃতিচারণ করে বিজেপির তরফ থেকে একটি শহিদ বেদী তৈরি করা হচ্ছে। আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার স্বজনহারা মিহিলাল শেখের বাড়ির জায়গায় তৈরি হচ্ছে এই শহিদ বেদী ৷ আগামী 21 মার্চ বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বগটুই গ্রামে এসে, সেই বেদীতে মাল্য দান করবেন। আর সেই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর। গতকাল বিকেল থেকে শুরু হয়েছে তৃণমূলের শহিদ বেদী তৈরির কাজ। তবে তৃণমূলের পক্ষ থেকে সেই বেদীতে মাল্যদান করতে কোন নেতা আসবে তা জানা যায়নি।

আরও পড়ুন:বগটুই কাণ্ডে জোড়া চার্জশিট পেশ, ভাদু খুনে 4 জনের নামে গ্রেফতারি পরোয়ানা

তবে শহিদ বেদী তৈরির প্রতিযোগিতায় নাম লেখায়নি সিপিএম। তারা মৌন মিছিল করবে বলে ঠিক করেছে ৷ তাতে যোগ দিতে আসছেন সিপিএমের সম্পাদক মহম্মদ সেলিম। এক কথাই বগটুইয়ের সেই মর্মান্তিক ভয়াবহ ঘটনাকে হাতিয়ার করে রাজনৈতিক লাভ তুলতে পিছু পা নয় কোনও রাজনৈতিক দল। বগটুইবাসীর বক্তব্য, এক বছর খবর নিতে আসেনি কোনও রাজনৈতিক দল। পুরনো ঘটনা ভুলে গ্রামের মানুষরা শান্তিতে দিন কাটাচ্ছে। আবার নতুন করে রাজনৈতিক উস্কানিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না তো?

Last Updated : Mar 20, 2023, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details