রামপুরহাট, 24 মার্চ : বৃহস্পতিবার দুপুরে রামপুরপাটের বগটুই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Bagtui) ৷ বুধবারই তিনি জানিয়েছিলেন এদিন বগটুই যাবেন ৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রামপুরহাটে বগটুই গ্রাম থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ধরা পড়েছে এক দৃশ্য ৷ যা নতুন বিতর্কের ইন্ধন দিচ্ছে ৷ মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে তৈরি হয়েছে তোরণ ৷ সেখানে লেখা হয়েছে, "সু-স্বাগতম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়" ৷ এই তোরণের নীচে লেখা রয়েছে, সৌজন্যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ৷ ছবিও রয়েছে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ৷
যে বগটুই গ্রামে জীবন্ত পুড়িয়ে মারার মতো ভয়ঙ্কর, নারকীয় ঘটনার অভিযোগ উঠেছে, সেখানে মুখ্যমন্ত্রীকে আপ্যায়নে এমন ঘটা কেন তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে প্রশাসনিক প্রধান হিসেবে তাঁর দায়িত্ব পালনে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে যাচ্ছেন সেখানে জেলা তৃণমূল কেন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এভাবে তাঁকে স্বাগত জানাচ্ছে তা নিয়ে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে ৷ এরকম একটি ঘটনার পরে এইরকম তোরণ বসানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল ৷