পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'কুকুর বিড়াল মেরো না, BJP পেলে ছেড়ো না'; দেওয়াল লিখন তৃণমূলের - graffiti

'কুকুর বিড়াল মেরো না, BJP পেলে ছেড়ো না'। বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে ভোট প্রচারে এই লেখা লিখলেন তৃণমূল কর্মীরা।

দেওয়াল লিখন তৃণমূলের

By

Published : Mar 18, 2019, 8:08 AM IST

ময়ূরেশ্বর, ১৮ মার্চ : 'কুকুর বিড়াল মেরো না, BJP পেলে ছেড়ো না'। বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের হয়ে ভোট প্রচারে এই লেখা লিখলেন তৃণমূল কর্মীরা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

এপ্রসঙ্গে BJP জেলা সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এই ধরনের দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কমিশনের স্বতঃপ্রণোদিত ভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা নির্বাচন কমিশনের কাছে দলীয় তরফে অভিযোগ জানাব।"

নির্বাচন ঘোষণা হওয়ার পরই প্রকাশ্য মঞ্চ থেকে একাধিকবার বিরোধীদের আক্রমণ করতে দেখা গেছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। এবার সেই নিদান দেওয়াল লিখনে ফুটে উঠতে দেখা গেল অসিত মালের হয়ে ভোট প্রচারে। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেননি তৃণমূল নেতারা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details