পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উন্নয়নের শঙ্খ'ধ্বনি' স্থান পেল তৃণমূলের প্রচারে ! - anubrata

দেওয়ালে লেখা 'দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়্গ হাতে; দাঁড়িয়ে আছে উন্নয়ন'। একসময় এই কবিতার জন্যই অনুব্রত মণ্ডলের কটাক্ষের শিকার হতে হয়েছিল কবি শঙ্খ ঘোষকে। আর এখন সেই কবিতারই লাইন স্থান পাচ্ছে তৃণমূলের নির্বাচনী প্রচারে।

দেওয়ালে লেখা শঙ্খ ঘোষের কবিতার লাইন

By

Published : Mar 18, 2019, 2:31 PM IST

সাঁইথিয়া, ১৮ মার্চ : দেওয়ালে লেখা 'দেখ খুলে তোর তিন নয়ন, রাস্তা জুড়ে খড়্গ হাতে; দাঁড়িয়ে আছে উন্নয়ন'। একসময় এই কবিতার জন্যই অনুব্রত মণ্ডলের কটাক্ষের শিকার হতে হয়েছিল কবি শঙ্খ ঘোষকে। আর এখন সেই কবিতারই লাইন স্থান পাচ্ছে তৃণমূলের নির্বাচনী প্রচারে। তবে, এতে তৃণমূলের প্রচার না অপপ্রচার হচ্ছে, তা নিয়ে জল্পনা দলের অন্দরেই।

এক সভা থেকে অনুব্রত বলেছিলেন, "রাস্তায় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে।" তারই পরিপ্রেক্ষিতে কবি লিখেছিলেন, "যথার্থ এই বীরভূমই। উত্তাল ঢেউ পেরিয়ে এসে, পেয়েছি শেষ তীরভূমি। দেখ্ খুলে তোর তিন নয়ন। রাস্তা জুড়ে খড়গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন।" এরপর পুরুলিয়ার এক সভা থেকে শঙ্খ ঘোষকে আক্রমণ করেন অনুব্রত। বলেন, "তুমি কোন কবি? উন্নয়ন নিয়ে কথা বলো।"

অনুব্রতর এই মন্তব্যের জেরে কবি-সাহিত্যিক মহলে নিন্দার ঝড় উঠেছিল। এবার সেই কবিতাই স্থান পেল তৃণমূলের প্রচারে। বোলপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী অসিত মালের প্রচারের জন্য শঙ্খ ঘোষের এই কবিতার লাইন ব্যবহার করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details