পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকিস্তানকে সমর্থন, কিশোরকে জুতোপেটা বাবার - facebook post

ভারত বিরোধী মেসেজ করার অপরাধে জুতোপেটা খেতে হল এক কিশোরকে। ঘটনাটি রামপুরহাটের।

অভিযুক্ত কিশোর ও তার বাবা

By

Published : Feb 19, 2019, 3:17 AM IST

রামপুরহাট, ১৯ ফেব্রুয়ারি : পুলওয়ামায় CRPF কনভয়ে জঙ্গি হামলার বিরুদ্ধে সরব হয়েছে দেশবাসী। জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এরইমাঝে বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট ঘিরে বিতর্ক ছড়াচ্ছে। বীরভূমের এক কিশোরের তেমনই এক হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে বিতর্ক ছড়ায়। পরে স্থানীয়দের সামনে ওই কিশোরকে জুতে দিয়ে মারেন তার বাবা।

কিশোরের বাড়ি রামপুরহাটের নিশ্চিন্তপুরে। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক। ওই কিশোর বন্ধুকে হোয়াটসঅ্যাপে "পাকিস্তান জিন্দাবাদ" লিখে পাঠায়। হোয়াটসঅ্যাপে মেসেজে দেশবিরোধী মন্তব্য করেও বলে অভিযোগ। কিশোরের বন্ধু সেই চ্যাটের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট করে দেয়। খুব কম সময়ের মধ্যে সেই পোস্ট ছড়িয়ে পড়ে। এরপরই বাড়িতে একাধিক ফোন আসতে শুরু করে। ১৬ ফেব্রুয়ারি অভিযুক্তকে রামপুরহাটের মুক্তমঞ্চের সামনে ডাকা হয়। তার সাথে তার বাবাও সেখানে আসেন। সবার সামনে কিশোরের বাবা তাকে জুতো দিয়ে পেটান। সেই ভিডিয়োই এখন ভাইরাল।

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর ফেসবুকে বিভিন্ন বিতর্কিত পোস্ট দেখা গেছে। সেই পোস্টগুলির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে অনেকে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details