বোলপুর, 4 নভেম্বর: বঙ্কিম-শ্যামাপ্রসাদকে মুছে দেওয়া হচ্ছে কিন্তু তা নিয়ে আন্দোলন নেই, রবীন্দ্রনাথকে নিয়ে আন্দোলন হচ্ছে । বোলপুরে একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার এমনই বিতর্কিত মন্তব্য করলেন জাতীয় তফশিলি জাতি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার ৷ তাঁর নেতৃত্বাধীন কমিশনেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ।
ইউনেসকোর তরফে শান্তিনিকেতনকে বিশ্ব ইতিহ্যের স্বীকৃতি দেওয়ার পর এই সম্মানকে সামনে রেখে বিশ্বভারতীতে একটি ফলক বসায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ ওই ফলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও, ওই ফলকে নাম নেই স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৷ এই নিয়েছে শুরু হয়েছে বিতর্ক ৷ ব্রাত্য রবীন্দ্রনাথ প্রসঙ্গে এদিন জাতীয় তফশিলি জাতি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার আরও বলেন, "রবীন্দ্রনাথের নাম না-থাকলে কী এসে যায়, রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে আছে।" তৃণমূল এই বিষয়টিকে ইস্যু করে ইচ্ছাকৃতভাবে আন্দোলন করছে বলেও কটাক্ষ করেন তিনি ৷
গত 17 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইউনেসকোর কাছ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। সেই সংক্রান্ত 3টি শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে বিশ্বভারতীতে । তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম রয়েছে । ফলক থেকে ব্রাত্য স্বয়ং গুরুদেব। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 9 দিন ধরে চলছে ধরনা বিক্ষোভ ।