নয়াদিল্লি, 20 এপ্রিল: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নোটিশ দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করল কংগ্রেস ৷ কেন্দ্র অমর্ত্য সেনকে হেনস্তা করছে বলে অভিযোগ কংগ্রেসের ৷ এই নিয়ে টুইট করেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী যে তাঁর কঠোর সমালোচকদের হয়রানি করবেন এবং ভয় দেখাবেন, তা সবাই জেনে গিয়েছে । কিন্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেনকেও তাঁর নিশানা করাটা দুঃখজনক ।"
প্রসঙ্গত, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, বোলপুরে অমর্ত্য সেনের প্রতীচী বাড়ির 13 ডেসিমেল জায়গা বিশ্বভারতীর ৷ সেই কারণে ওই জায়গা ছেড়ে দিতে বিশ্বভারতীর তরফে নোটিশ দেওয়া হয় বুধবার ৷ আগামী 6 মে অর্থাৎ 15 দিনের মধ্যে ওই জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ তার পর এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ৷
ভারত সরকারের উপদেষ্টা ও সিএজি রিপোর্ট মেনে শতাব্দী-প্রাচীন এই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের জরুরিভিত্তিতে দখল হয়ে থাকা জমি ফেরানোর প্রয়োজনীয়তা রয়েছে ৷ সেই নিয়ে একটি রিপোর্টও মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে বিশ্বভারতীর তরফে ৷ সেই পরিস্থিতিতে অমর্ত্য় সেনকে দেওয়া নোটিশে বলা হয়েছে, "উল্লিখিত এলাকা থেকে অমর্ত্য কুমার সেন ও সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্ছেদ করার দায়বদ্ধতা রয়েছে ।’’ প্রয়োজনে শক্তি প্রয়োগ করে উচ্ছেদ করা হতে পারে বলেও জানানো হয়েছে ওই নোটিশে ৷