শান্তিনিকেতন, 20 এপ্রিল : আদালতের নজরদারি ছাড়া সিবিআইয়ের পক্ষে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় (Congress Leader Adhir Chowdhury Demands Court Monitored CBI Investigation) ৷ এমনটাই মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Bengal PCC President Adhir Ranjan Chowdhury) ৷ তাই বুধবার তিনি বলেন, ‘‘বিজেপির মতো সিবিআই চাই না ৷ আমরা হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চাই ।"
দিনকয়েক আগে বীরভূমের শান্তিনিকেতনে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ এদিন সেই নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury visits Rape Victim's Family at Shantiniketan) ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে একাধিক অপরাধের ঘটনা ঘটেছে ৷ নারী নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে ৷ নদীয়ার হাঁসখালি গণধর্ষণ (Hanskhali Rape), বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনা (Bagtui Massacre)-সহ একাধিক অভিযোগের তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷