শান্তিনিকেতন, 10 জুলাই : এখনও জুনের বেতন পাননি বিশ্বভারতীর অধ্যাপক-অধ্যাপিকা, কর্মী, আধিকারিকেরা । তাই শনিবার শান্তিনিকেতন থানায় উপাচার্য, কর্মসচিব ও অ্যাকাউন্ট অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল । অভিযোগ করেন গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে শৈলেন মিশ্র ।
জুন মাসের বেতন এখনও পাননি বিশ্বভারতীর আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা, কর্মীরা । এই নিয়ে একাধিকবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠিও দেওয়া হয়েছে । এমনকি, এখনও জুন মাসের টাকা পাননি পেনশনভোগীরা । ফলে সমস্যায় পড়েছেন তাঁরাও । পেনশনভোগীরাও বকেয়ার দাবিতে বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দেন । কিন্তু, এখনও মেলেনি জুন মাসের পেনশন ।