পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Niece Loses School Job: এসএসসি-র গ্রুপ সি পদে ভুয়ো চাকরি বাতিল মুখ্যমন্ত্রীর ভাইঝির - বৃষ্টি মুখোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে (SSC Recruitment scam) জড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের নাম (Mamata Niece Loses School Job)৷ এসএসসি-র গ্রুপ সি পদে ভুয়ো চাকরি বাতিল (Fake job) হল মুখ্যমন্ত্রীর ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ৷

Mamata Banerjee's niece Brishty Mukherjee ETV Bharat
মুখ্যমন্ত্রীর ভাইঝি

By

Published : Mar 10, 2023, 3:30 PM IST

Updated : Mar 10, 2023, 5:56 PM IST

মেয়ের চাকরি বাতিল হওয়ায় যা বললেন মুখ্যমন্ত্রীর ভাই

রামপুরহাট, 10 মার্চ: এ বার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে ভুয়ো চাকরি খোয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায় (Mamata Niece Loses School Job)। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি (Mamata Banerjee's niece Brishty Mukherjee)। তাঁর বাড়ি বীরভূমের কুসুম্বা গ্রামে । হাইকোর্টের নির্দেশে বোলপুর উচ্চ বিদ্যালয়ে তাঁর ক্লার্ক পদের চাকরি (Fake job) বাতিল হয়ে গিয়েছে ৷

জানা গিয়েছে, ক্লার্ক হিসেবে ভুয়ো চাকরি (SSC Recruitment scam) পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায় । চাকরিতে যোগদানের বেশ কিছুদিন পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই চাকরি থেকে ইস্তফাও দিয়েছিলেন বলে জানা গিয়েছে । কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গ্রুপ সি পদে নিয়োগে দুর্নীতির জেরে যে চাকরি বাতিলের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 608 নম্বরে নাম রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের ৷

চাকরি বাতিলের তালিকায় বৃষ্টির নাম

বীরভূমের রামপুরহাট 1 নং ব্লকের চাকাইপুর গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়ি ৷ তার পাশেই কুসুম্বা গ্রামে তাঁর মামার বাড়ি । সেখানকার শৈশবের বহু স্মৃতির কথা নানা সময়ে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে । কুসুম্বা গ্রামে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় ও তাঁর ছেলে নীহার মুখোপাধ্যায়ের পরিবার । নীহারের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের বিয়ে হয় রামপুরহাট থানার অন্তর্গত আয়াস গ্রামে ।

আরও পড়ুন:ভুয়ো নিয়োগপত্র নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে, গ্রেফতার মালদার যুবক

বৃষ্টি মুখোপাধ্যায় বর্তমানে কলকাতায় থাকেন । বেশ কিছুদিন আগে বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক পদে যোগদান করেছিলেন বৃষ্টি । কিন্তু চাকরি না করে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই চাকরির থেকে ইস্তফা দেন । হাইকোর্টের রায়ে চাকরি বরখাস্তের তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রীর ভাইঝির ৷

যদিও মমতা বন্দ্যোপাধ্যায়য়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় বলেন, "আমার মেয়ে চাকরিতে যোগ দিয়েই ইস্তফা দিয়েছিল । একদিন মাত্র চাকরিতে গিয়েছিল । বেতন বাবদ একটা টাকাও নেয়নি । শারীরিক ভাবে আমার মেয়ে অসুস্থ । নিজেই আমাকে বলেছিল যে সে চাকরি করতে পারবে না ।" তবে কীভাবে বৃষ্টি চাকরি পেয়েছিলেন সেই প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মুখ্যমন্ত্রীর ভাই ।

তিনি বলেন, "আমি সেটা জানি না । আবেদন করেছিল । তাই চাকরি পেয়েছিল ।" চাকরি না করে ইস্তফা দিলেও বৃষ্টির নাম এসএসসি-র ভুয়ো চাকরি বাতিলের তালিকায় ওঠায় তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ এই প্রথম মুখ্যমন্ত্রীর পরিবারের নাম জড়াল চাকরি দুর্নীতিতে ।

Last Updated : Mar 10, 2023, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details