রামপুরহাট, 10 মার্চ: এ বার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে ভুয়ো চাকরি খোয়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায় (Mamata Niece Loses School Job)। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি (Mamata Banerjee's niece Brishty Mukherjee)। তাঁর বাড়ি বীরভূমের কুসুম্বা গ্রামে । হাইকোর্টের নির্দেশে বোলপুর উচ্চ বিদ্যালয়ে তাঁর ক্লার্ক পদের চাকরি (Fake job) বাতিল হয়ে গিয়েছে ৷
জানা গিয়েছে, ক্লার্ক হিসেবে ভুয়ো চাকরি (SSC Recruitment scam) পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায় । চাকরিতে যোগদানের বেশ কিছুদিন পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই চাকরি থেকে ইস্তফাও দিয়েছিলেন বলে জানা গিয়েছে । কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গ্রুপ সি পদে নিয়োগে দুর্নীতির জেরে যে চাকরি বাতিলের তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে 608 নম্বরে নাম রয়েছে বৃষ্টি মুখোপাধ্যায়ের ৷
বীরভূমের রামপুরহাট 1 নং ব্লকের চাকাইপুর গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়ি ৷ তার পাশেই কুসুম্বা গ্রামে তাঁর মামার বাড়ি । সেখানকার শৈশবের বহু স্মৃতির কথা নানা সময়ে উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে । কুসুম্বা গ্রামে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায় ও তাঁর ছেলে নীহার মুখোপাধ্যায়ের পরিবার । নীহারের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের বিয়ে হয় রামপুরহাট থানার অন্তর্গত আয়াস গ্রামে ।