পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata to Visit Birbhum: পঞ্চায়েতের আগে এপ্রিলে মমতা বীরভূমে, দেউচা-পাচামি নিয়ে বড় বৈঠকের সম্ভাবনা - দেউচা পাচামির খোলামুখ কয়লা খনি

পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলা সফরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সফরে দেউচা-পাচামির খোলামুখ খনি নিয়ে বৈঠকের পাশাপাশি, বীরভূম জেলা তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বৈঠক করতে পারেন তিনি ৷

Mamata will Visits Birbhum ETV BHARAT
Mamata will Visits Birbhum

By

Published : Apr 7, 2023, 2:10 PM IST

Updated : Apr 7, 2023, 2:55 PM IST

বোলপুর, 7 মার্চ: চলতি মাসেই ফের বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি ৷ জানা গিয়েছে, দেউচা-পাচামির খোলামুখ কয়লা খনি প্রকল্প-সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি ৷ এছাড়া, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনুব্রতহীন বীরভূমে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো ৷

1 ও 2 জানুয়ারি বীরভূম জেলা সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জমি সংক্রান্ত সমস্যা চলায় শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেন তিনি ৷ পাশাপাশি, সাংগঠনিক ও প্রশাসনিক বৈঠকও করেন মমতা ৷ অনুব্রত মণ্ডল যতদিন জেল থেকে না ছাড়া পাচ্ছেন, ততদিন বীরভূমের সাংগঠনিক রাশ তাঁর হাতেই থাকবে, এমনটাই ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এমনকি, 6 মাস অন্তত বীরভূম সফরে আসার কথাও ঘোষণা করেছিলেন তিনি ৷

তবে, সাড়ে তিন মাসের মাথায় চলতি মাসেই বীরভূম সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ যদিও, এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি ৷ দেউচা-পাচামি খোলামুখ কয়লা খনি প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ-সহ অন্যান্য কাজ কত দূর এগিয়েছে, তা নিয়ে বৈঠক করবেন ৷ সেই সঙ্গে জেলার প্রশাসনিক কাজকর্ম সংক্রান্ত বৈঠক করবেন তিনি ৷

উল্লেখ্য, অনুব্রতহীন বীরভূমের সংগঠন পরিচালনার জন্য 9 সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ সেই কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন তিনি ৷ আরও জানা গিয়েছে, প্রশাসনিক ও দলীয় বৈঠক ছাড়াও একটি জনসভা করতে পারেন ৷ অনুব্রতহীন বীরভূমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাঠে নামছেন ৷

আরও পড়ুন:'অনুব্রতকে মিস করছি না', তৃণমূল কোর কমিটির বৈঠক শেষে হেসে বললেন শতাব্দী

প্রসঙ্গত, বীরভূমের সংগঠন নিয়ে যে বেশ কিছুটা চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায় তা বলাই যায় ৷ কারণ, সদ্য জেলা সফরে এসে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তিনি ৷ তার পরেই কোর কমিটি সদস্যদের মধ্যে মতোবিরোধ প্রকাশ্যে এসেছিল ৷ সামাল দিতে বীরভূমের কোর কমিটিকে কালীঘাটে ডেকে বৈঠক করেন নেত্রী ৷ কয়েকজন নেতাকে ধমকও দেন ৷ কিন্তু, তার পরেও খুব একটা কাজ হয়নি বলেই তৃণমূল সূত্রে খবর ৷ আর মুখ্যমন্ত্রী সফর নিয়ে বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, "মুখ্যমন্ত্রী আসছেন ৷ এইটুকুই খবর আছে ৷ তবে, কবে আসছেন এখনও দিন ঠিক হয়নি ৷"

Last Updated : Apr 7, 2023, 2:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details