শান্তিনিকেতন, 22 এপ্রিল : বিশ্বভারতীর ছাত্রাবাসের মধ্যে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার তদন্তে এবার সিআইডি (CID to Start Investigation in Visva Bharati Student Death Case)। এই ঘটনার সিআইডি তদন্ত চেয়ে জেলা পুলিশের তরফে আবেদন করা হয় ৷ যদিও, ইতিমধ্যেই নিহত ছাত্রের বাবা শান্তিনিকেতন থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন ।
বিশ্বভারতীর পাঠভবনের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল অসীম দাস (17) ৷ বৃহস্পতিবার সকালে বিশ্বভারতীর উত্তরশিক্ষা ছাত্রাবাস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় (Student Hanging Body Found in Hostel at Visva Bharati) ৷ আত্মহত্যার তত্ত্ব উঠলেও পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে । এমনকি ঘটনার পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি বলে জানায় মৃত ছাত্রের পরিবার ৷ এখনও পর্যন্ত জানা যায়নি কীভাবে এই ঘটনা ঘটেছে ৷
আরও পড়ুন :Visva Bharati Student Death : ছাত্রমৃত্যুর জেরে রাতভর বাসভবনে ঘেরাও বিশ্বভারতীর উপাচার্য