শান্তিনিকেতন, 10 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বিস্ফোরক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ অভিযোগ করলেন, ‘কান দিয়ে দেখেন মুখ্যমন্ত্রী’ ৷ অর্থাৎ, নিজের চোখে না দেখে লোকমুখে শোনা কথায় সিদ্ধান্ত নেন বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister Looks Through Her Ears Says Viswa Bharati VC Bidyut Charkraborty) ৷ দূরদর্শন শান্তিনিকেতনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি ৷
একটি সাংবাদিক বৈঠকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার ঘটনা প্রসঙ্গে, বিশ্বভারতীর উপাচার্যকে টেনে আনেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে তিনি বলেছিলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্যকে আমি ভদ্রলোক বলে জানতাম ৷ কিন্তু, উনি কী করছেন ?’’ এর পর আর কোনও কথা বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন, তা স্পষ্ট না হলেও, বিশ্বভারতীর মত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপাচার্যকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য যথেষ্ট বিতর্ক তৈরি করেছে ৷
মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যথিত বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ শান্তিনিকেতন দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর বক্তব্যে দলনৈতিক চিন্তাধারা রয়েছে ৷ উনি কান দিয়ে দেখেন ৷’’ তাঁর এই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন উপাচার্য ৷ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কোনও দলের বা ব্যক্তির নন ৷ তিনি বাংলার প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী ৷ কিন্তু, তিনি কারও কারও মুখের কথায় বিশ্বাস করে সিদ্ধান্ত নিচ্ছেন ৷ যা কখনই কাম্য নয় ৷ অর্থাৎ, নিজের দলের নেতাদের কথায় মুখ্যমন্ত্রী বেশি গুরুত্ব দিচ্ছেন ৷ সত্যিটাকে যাচাই করছেন না বলে অভিযোগ করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷
আরও পড়ুন : NIRF 2021: দেশের সেরা তালিকায় বিশ্বভারতী 97 নম্বরে, নিন্দার ঝড় সর্বত্র