বীরভূমে চন্দ্রিমা ভট্টাচার্য বোলপুর, 9 জানুয়ারি: অযাচিত কথা বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ! বললেন রাজ্যের অর্থ, আইন ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । পাশাপাশি ইডিকে মারধর প্রসঙ্গে তিনি বলেন, "মারধর করা আইনসঙ্গত নয় ৷ ডিজি তো বলেইছেন, বেআইনি কাজ করলে যথার্থ ব্যবস্থা নেবেন ।"
এ দিন বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলের 'সংঘবদ্ধ শপথ' কর্মসূচিতে যোগ দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । ছিলেন আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ-সহ অন্যান্য জেলা নেতৃত্ব । সেখানেই চন্দ্রিমা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে বলেন, "বিচারপতিকে শ্রদ্ধা জানিয়েই বলছি, তাঁর সামনে এই ধরনের কোনও মামলা ছিল না । তা সত্ত্বেও অযাচিত ভাবে এই ধরনের কথাগুলো তিনি বলতে পারেন কি না, তা তাঁর বিবেচনা করা উচিত ।"
সন্দেশখালিতে ইডি আধিকারিককে মারধর প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, "কারওকে মারাটা আইনসঙ্গত নয় । কারওকে আমার নাও পছন্দ হতে পারে ৷ যদি আইনসঙ্গত নয় এমন কোনও কাজ হয়ে থাকে, তাহলে ডিজি বলেছেন যে, যেখানে বেআইনি কাজ হয়েছে তার যথার্থ ব্যবস্থা তিনি নেবেন ৷ এরপর আর কী বলার আছে ।"
উল্লেখ্য, কখনও এজলাসে, কখনও কোনও অনুষ্ঠানে গিয়ে রাজ্য সরকার ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ যার পালটা প্রতিক্রিয়াও দিতে দেখা গিয়েছে কুণাল ঘোষ ও শাসকদলের অন্যান্য নেতাদের ৷ সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ এ দিকে, ইমেলের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পিটিশন দাখিল করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের ছাত্র পরিষদের রাজ্য সহ-সভাপতি সুদীপ রাহা ৷ আর এ বার বিচারপতির বিরুদ্ধে অযাচিত মন্তব্য করার অভিযোগ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷
আরও পড়ুন:
- অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্রিগেডে বামেদের মঞ্চে পাঠানো উচিত প্রধান বিচারপতির, বিস্ফোরক কুণাল
- 'যাঁর খোঁজে এসেছিল, তাঁরই রাত বারোটার মধ্যে ইডি অফিসে যাওয়া উচিত', মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
- 'সম্পত্তির উৎস জানাতে পারবেন না অভিষেক', বিস্ফোরক দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের