বীরভূম, 11 অগস্ট: বৃহস্পতিবার গ্রেফতার হয়ছেন অনুব্রত ৷ এরপরই এক প্রকার আতঙ্কিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিলেন চিকিৎসক (Chandranath Adhikary Indefinite leave on Anubrata Mondal Arrest)। তিনি জানিয়েছেন "সাবধানতা ও মানষিকভাবে ভেঙে পড়ার জন্য ছুটি নিয়েছি ৷"
গরু পাচার মামলায় 10 বার তলব করা হলেও মাত্র একবার দেখা মিলেছিল অনুব্রত মণ্ডলের । প্রতিবারই শারীরিক অসুস্থতার কারণে সিবিআই তলব এড়িয়েছেন বীরভূম জেলা সভাপতি কেষ্ট । সোমবার তাঁকে নিজাম প্যালেসে তলব করা হলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজাম প্যালেসের পরিবর্তে উপস্থিত হয়েছিলেন এসএসকেএমে । তবে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই সাফ জানিয়েছিলেন চিকিৎসকরা । এরপরেই মঙ্গলবার বোলপুর মহকুমা হাসপাতালে 5 সদস্যের একটি চিকিৎসক দল অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তাঁকে পরীক্ষা করতে । ওই দলের নেতৃত্বে ছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। বৃহস্পতিবার শেষমেশ সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন অনুব্রত ৷