কীর্ণাহার, 22 অক্টোবর : কীর্ণাহারের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো এবার 125 তম বর্ষে পা দিল ৷ তবে এবার পুজো নিয়ে নেই কোনও উম্মাদনা ৷ কারণ ভারতের 13 তম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন কিছুদিন আগেই । তাই জৌলুস হারিয়েছে কীর্ণাহারের মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো ৷ হবে না চিরাচরিত চণ্ডীপাঠও ৷
এবার নিয়ম রক্ষার্থে সাদামাটাভাবে হচ্ছে এই ঐতিহ্যবাহী পুজো । গ্রামের প্রিয় পল্টুদা এবার আর আসবেন না ৷ তাই বিষাদের সুর কীর্ণাহারে ৷
ষষ্ঠীর দিনও খাঁ খাঁ করছে নাটমন্দির । সবে কয়েকটি বাঁশ পড়তে শুরু করেছে । বাঁধা হচ্ছে প্যান্ডেল । গতবছর পর্যন্ত চিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল । মহাষষ্ঠীর দিন বিকেলে নিজের বাড়িতে আসতেন প্রণব মুখোপাধ্যায় । ভারতের প্রতিরক্ষা, অর্থ, বিদেশ মন্ত্রক সামলেছেন ৷ এমনকী, রাষ্ট্রপতি হওয়ার পরও দুর্গাপুজোর সময় নিয়ম করে গ্রামে এসেছেন ৷ তাঁকে ঘিরে গ্রামজুড়ে উন্মাদনা থাকত তুঙ্গে । 40 বছর ধরে নিজেই চণ্ডীপাঠ করে এসেছেন প্রণববাবু । তাঁর চণ্ডীপাঠ শুনতে দূর-দূরান্ত গ্রাম থেকেও মানুষজন আসত । তবে এবছর আর হবে না সেই চিরাচরিত চণ্ডীপাঠ ।