পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santiniketan Rape: গণধর্ষণ নয়, শান্তিনিকেতনের ঘটনায় এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন - Santiniketan Rape

শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় (Santiniketan minor girl rape) ৷ ইঙ্গিত দিলেন ধর্ষণ হয়েছে, তবে গণধর্ষণ নয় ।

Santiniketan Rape
শান্তিনিকেতনের ঘটনায় গণধর্ষণের ইঙ্গিত

By

Published : Apr 17, 2022, 5:43 PM IST

শান্তিনিকেতন, 17 এপ্রিল: আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷ বোলপুর সার্কিট হাউসে নির্যাতিতা নাবালিকা ও তার মায়ের সঙ্গে কথা বলেন তিনি (Santiniketan minor girl rape) ৷ ধর্ষণ হয়েছে, তবে গণধর্ষণ নয়। এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন।

আরও পড়ুন :Santiniketan Gang Rape : শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণ-কাণ্ডের তদন্তে এডিজি এবং আইজি

এদিন বোলপুর সার্কিট হাউসে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷ জেলাশাসক বিধান রায় ও জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী-সহ জেলা শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ নির্যাতিতা নাবালিকা ও তার মায়ের সঙ্গেও কথা বলেন তিনি ৷

নির্যাতিতাকে এক যুবক ধর্ষণ করেছে, গণধর্ষণ নয়। এমনই ইঙ্গিত দিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "আমরা নির্যাতিতার সঙ্গে কথা বলেছি ৷ ও সবটাই জানিয়েছে ৷ মেডিক্যাল রিপোর্ট আমরা চিকিৎসককে দিয়ে ভেরিফাই করাব ৷ তবে যা শুনলাম নদীর তীরে যারা নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে 3 জন নাবালক। একজন বড়, সেই অসভ্যতা করেছে।"

প্রসঙ্গত, শান্তিনিকেতনে নাবালিকাকে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ ওঠে ৷ এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details