পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরসভা টাকা নেয়নি, নেতা নিলে দল বুঝবে : তৃণমূল পৌরপ্রধান - press meet

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে 25 হাজার টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা । এপ্রসঙ্গে চেয়ারম্যান বলেন, আমি কোনও রাজনৈতিক দলকে দোষারোপ করব না । প্রতিটা রাজনৈতিক দলই সরকারি গাইডলাইন মেনেই চলে । কিছু মানুষ এই বিভ্রান্তি ছড়াচ্ছে ।

পৌরসভা টাকা নেয়নি, নেতা নিলে দল বুঝবে : তৃণমূল পৌরপ্রধান

By

Published : Jun 21, 2019, 10:33 PM IST

বোলপুর, 21 জুন : "কোনও অভিযোগ থাকলে আমার কাছে এসে অভিযোগ করুন ।" আজ সাংবাদিক বৈঠক করে একথা বলেন বোলপুর পৌরসভার পৌরপ্রধান সুশান্ত ভকত । তিনি আরও বলেন, এলাকায় কোনও নেতা যদি টাকা নিয়ে থাকেন তার জন্য পৌরসভা দায়ি নয় । সেগুলো দলের নেতারা দেখবেন ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে 25 হাজার টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা । এই অভিযোগ তুলে বোলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিধায়ক তথা উপ-পৌরপ্রধান নরেশচন্দ্র বাউড়ির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । এর প্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠক করেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান সুশান্ত ভকত ।

চেয়ারম্যান বলেন, "মোট 3 লাখ 38 হাজার টাকার প্রকল্প । আমরা সাড়ে 6 হাজার বাড়ির অনুমোদন পেয়েছিলাম তার মধ্যে 2000 বাড়ি করতে পেরেছি । এখনও সাড়ে 4 হাজার বাড়ি তিন বছরে করতে হবে । এর জন্য 25 হাজার টাকা করে উপভোক্তাদের দেওয়ার খবর পুরোপুরি ভিত্তিহীন । কারও যদি কোন অভিযোগ থাকে সেটা তো চেয়ারম্যানকে বলতে হবে । আমার কাছে এসে অভিযোগ করুক । তারপর আমি ব্যবস্থা নেব । "

তিনি আরও বলেন, " আমি কোনও রাজনৈতিক দলকে দোষারোপ করব না । প্রতিটা রাজনৈতিক দলই সরকারি গাইডলাইন মেনেই চলে । কিছু মানুষ এই বিভ্রান্তি ছড়াচ্ছে । পৌরসভা কারও কাছে বাড়ি তৈরির জন্য কোনও বাড়তি টাকা নেয় না । "

ABOUT THE AUTHOR

...view details