বোলপুর, 21 জুন : "কোনও অভিযোগ থাকলে আমার কাছে এসে অভিযোগ করুন ।" আজ সাংবাদিক বৈঠক করে একথা বলেন বোলপুর পৌরসভার পৌরপ্রধান সুশান্ত ভকত । তিনি আরও বলেন, এলাকায় কোনও নেতা যদি টাকা নিয়ে থাকেন তার জন্য পৌরসভা দায়ি নয় । সেগুলো দলের নেতারা দেখবেন ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে 25 হাজার টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা । এই অভিযোগ তুলে বোলপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিধায়ক তথা উপ-পৌরপ্রধান নরেশচন্দ্র বাউড়ির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । এর প্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠক করেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান সুশান্ত ভকত ।