শান্তিনিকেতন, 18 ফেব্রুয়ারি: 19 ফেব্রুয়ারি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যপাল। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। শান্তিনিকেতনের আম্রকুঞ্জে আপাতত চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি।
19 ফেব্রুয়ারি বিশ্বভারতীতে অনুষ্ঠিত হবে সমাবর্তন। ইতিমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও রাজ্যপাল জগদীপ ধনকড়। এছাড়া, অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধতরে ৷