পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal প্রায় 6 ঘন্টা তল্লাশির পর সিবিআই কর্তাদের হাতে অনুব্রত কন্যার নামে থাকা জমির নথি - বোলপুর সাব রেজিস্ট্রি অফিসে সিবিআই

মঙ্গলবার প্রায় 6 ঘন্টা ধরে তল্লাশির পর বোলপুর সাব রেজিস্ট্রি অফিসে থেকে অনুব্রত মণ্ডলের মেয়ে (daughter of Anubrata Mondal) সুকন্যা মণ্ডলের নামে থাকা জমির নথি সংগ্রহ করলেন তদন্তকারীরা ৷ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল-সহ তাঁর ঘনিষ্ঠদের নামে রেজিষ্ট্রেশন হওয়া জমির হদিস পেয়েছেন তদন্তকারীরা ৷

anubrata mondal property
ETV Bharat

By

Published : Aug 23, 2022, 5:58 PM IST

Updated : Aug 23, 2022, 8:15 PM IST

বোলপুর, 23 অগস্ট: গরুপাচার কাণ্ডে (cattle smuggling case) ধৃত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ে তৎপর সিবিআই (CBI) ৷ মঙ্গলবার প্রায় 6 ঘন্টা ধরে বোলপুর সাব রেজিস্ট্রি অফিসে থেকে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা জমির নথি সংগ্রহ করেন তদন্তকারীরা ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল-সহ তাঁর ঘনিষ্ঠদের নামে রেজিষ্ট্রেশন হওয়া জমির হদিশ পেয়েছেন তদন্তকারীরা ৷ সেই সংক্রান্ত নথি এসেছে তাঁদের হাতে ৷ সেখান থেকে বেরিয়ে বোলপুরে একটি বেসরকারি ব্যাঙ্কে যান সিবিআই অফিসারেরা । জমির রেজিষ্ট্রেশনের লেনদেনের প্রক্রিয়া খতিয়ে দেখেন গোয়েন্দারা ।

আরও পড়ুন: অনুব্রতকে জামিন না দিলে বিচারককে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি চিঠি

উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে চলতি মাসের 11 তারিখ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই (CBI arrested Anubrata Mondal) ৷ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি ৷ বুধবার তাঁকে ফের তোলা হবে আদালতে ৷ তার আগে এদিন তথ্য সংগ্রহ করতে জোর তল্লাশি চালায় সিবিআই ৷ মঙ্গলবার সকাল সাড়ে 10টায় বোলপুর নেতাজি বাজারে সাব রেজিস্ট্রি অফিসে হানা দেয় সিবিআই । প্রায় 6 ঘণ্টা এখানে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ।

বোলপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে নথি সংগ্রহ সিবিআই তদন্তকারীদের

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের (daughter of Anubrata Mondal) নামে বল্লভপুরে 2 বিঘা জমি, দেহরক্ষী সায়গল হোসেন ও তাঁর আত্মীয়দের নামে জমি, অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার সাফাইকর্মী বিদ্যুৎ বরণ গায়েনের নামে একাধিক জমি রেজিষ্ট্রেশনের নথি পেয়েছে সিবিআই । এছাড়া, এই জমি রেজিষ্ট্রেশনে নগদ লেনদেন হয়েছিল, নাকি চেক মারফৎ লেনদেন হয়েছিল, সেই চেক কার নামে ছিল সেই সমস্ত তথ্য সংগ্রহ করেন সিবিআই অফিসারেরা । রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন গোয়েন্দারা৷ পরে বোলপুরে একটি বেসরকারি ব্যাঙ্কে গিয়েও আর্থিক লেনদেনের কিছু নথি পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা ৷

Last Updated : Aug 23, 2022, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details