পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal Arrested: অনুব্রতকে গ্রেফতার করে দুর্গাপুর ক্যাম্প অফিসের পথে সিবিআই

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বোলপুরের বাড়িতে হানা দিল সিবিআই ৷ সিবিআই আধিকারিকদের একটি দল বীরভূম তৃণমূলের জেলা সভাপতির বোলপুরের নীচুপট্টি এলাকার বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন ৷ এরপর তাঁকে গ্রেফতার করা হয় ৷

cbi-team-reach-anubrata-mondal-house-at-birbhum
বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রতকে গ্রেফতার করল সিবিআই

By

Published : Aug 11, 2022, 10:23 AM IST

Updated : Aug 11, 2022, 12:02 PM IST

বোলপুর, 11 অগস্ট:অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল সিবিআই ৷ সাতসকালে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বীরভূমের বাড়িতে হানা দেয় সিবিআই ৷ সিবিআই আধিকারিকদের একটি দল বীরভূম তৃণমূলের জেলা সভাপতির বোলপুরের নীচুপট্টি এলাকার বাড়ির ভেতরে ঢুকে ভেতর থেকে গেটে তালা লাগিয়ে দেন ৷ অনুব্রতর (Anubrata Mondal Arrested) ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের বাড়ির বাইরে বের করে দেওয়া হয় ৷ গোটা বাড়িটিকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী ৷ এর কিছুক্ষণ পরই অনুব্রতকে গ্রেফতার করে বাড়ি থেকে বের করে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ অনুব্রতকে সিবিআই দুর্গাপুরের ক্যাম্প অফিসে নিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে ৷

গতকাল রাতেই বীরভূমে (cattle smuggling case) পৌঁছে গিয়েছিল 30 জন সিবিআই আধিকারিকের একটি দল ৷ আজ সকাল পৌনে দশটা নাগাদ বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা হানা দেয় অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়িতে ৷ বাড়ির চারপাশে তালা দেওয়া ছিল বলে প্রথমে বাড়িতে ঢুকতে বাধার মুখে পড়তে হয় সিবিআই আধিকারিকদের ৷ বারবার ডাকা সত্বেও সাড়া মেলেনি তৃণমূল নেতার ৷ এরপর একপ্রকার বলপূর্বক একটি তালা খুলে বাড়ির ভেতরে ঢোকেন সিবিআই আধিকারিকরা ৷ বাড়ির চারপাশ ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ৷ বাড়ির ভেতরে ঢুকে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷

গতকালই অসুস্থতার কথা বলে ফের সিবিআই-এর হাজিরা এড়ান অনুব্রত মণ্ডল ৷ গরু পাচার মামলায় এখনও পর্যন্ত দশবার তাঁকে তলব করা হলেও মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি ৷ গতকালও হাজিরা এড়িয়ে যান তিনি ৷ গরু পাচার কাণ্ডে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে গতকাল দেখা করেন অনুব্রতর আইনজীবীরা । তাঁরা বেশ কিছুদিন সময় চান সিবিআই-এর কাছে ।

আরও পড়ুন: ফের হাজিরা এড়ালেন অনুব্রত, আরও সময় চাইলেন সিবিআই-এর কাছে

অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা সঠিক কী প্রকার রয়েছে তা বোঝাতে তাঁর আইনজীবীরা এসএসকেএম হাসপাতাল এবং বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দুটি প্রেসক্রিপশন সিবিআই-এর কাছে জমা দেন । এসএসকেএম হাসপাতালের তরফ থেকে যে প্রেসক্রিপশন করা হয়েছিল এবং বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে প্রেসক্রিপশন, তার মধ্যে কী বৈষম্য রয়েছে এবং গোটা ব্যাপারটি খতিয়ে দেখার জন্য সিবিআই অন্যান্য চিকিৎসকদের সঙ্গেও কথা বলবে বলে জানা গিয়েছিল ৷ এরই মধ্যে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার স্ট্র্যাটেজি ঠিক করেন সিবিআই আধিকারিকরা ৷ বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা নিজে হাজিরা না দেওয়ায় সটান তাঁর বাড়িতে গিয়ে উপস্থিত হল সিবিআই ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি চলছে তল্লাশিও ৷ আজই অনুব্রতকে গ্রেফতার করা হবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷

বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রতকে গ্রেফতার করল সিবিআই

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আগেই গ্রেফতার করেছে সিবিআই । সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাকে জেরা করেই উঠে এসেছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খানের নাম ৷ তাঁদের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ৷ মেলে বহু নথি ৷ তারপরেই 8 অগস্ট অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই । হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে চলে যান অনুব্রত ৷ যদিও, তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয় ৷ সে দিন বোলপুরে বাড়িতে ফিরে আসেন তিনি । পুনরায় তলব করে অনুব্রতর চিনার পার্কের বাড়িতে নোটিশ দেয় সিবিআই । বাড়িতে না থাকায় 9 অগস্ট বোলপুর নীচুপট্টির বাড়িতে এসে নোটিশ দিয়ে যান সিবিআইয়ের এক অফিসার । নোটিশে 10 অগস্ট নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় । নোটিশ পাওয়ার পরেই দেখা যায় অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার জন্য বোলপুর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা আসেন ৷ অনুব্রত মণ্ডলকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ কীভাবে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসক এসে ব্যক্তিগত কারও বাড়িতে চিকিৎসা করেন, তা নিয়ে প্রশ্ন ওঠে ।

Last Updated : Aug 11, 2022, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details