পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Summons Anubrata Mandal : বিজেপি কর্মী খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআইয়ের - CBI summons TMC leader Anubrata Mandal again

হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার (post poll violence case) তদন্ত করছে সিবিআই ৷

CBI Summons Anubrata Mandal
বিজেপি কর্মী খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলকে ফের তলব সিবিআই'য়ের

By

Published : Feb 1, 2022, 6:56 PM IST

বোলপুর, 1 ফেব্রুয়ারি: বীরভূমের বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের নোটিশ পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI summons TMC leader Anubrata Mandal again) ৷ আগামী 3 ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে ইলামবাজারের সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে বলা হয়েছে । এর আগেও এই ঘটনায় অনুব্রতকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই । গত শুক্রবার তাঁকে সিবিআই ক্যাম্প অফিসে ডেকে পাঠানো হয়েছিল ৷ কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেদিন হাজিরা দেননি কেষ্ট ৷ তাই ফের তাঁকে ডেকে পাঠাল সিবিআই ৷

জানা গিয়েছে, সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার জন্য বেশ কিছুটা সময় চেয়েছিলেন এই তৃণমূল নেতা ৷ কিন্তু তাঁর সেই আর্জিতে সাড়া না দিয়ে ফের তাঁকে তলব করল সিবিআই ৷ বৃহস্পতিবার ফের তাঁকে ইলামবাজারের সিবিআই ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের তলব

2021 রাজ্যে বিধানসভা নির্বাচনের পর, গত 3 মে ভোটের ফল প্রকাশের দিন বীরভূমের বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে হত্যা করা হয় । ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলেরও ৷ রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনারও তদন্ত করছে এই কেন্দ্রীয় সংস্থাটি ৷ সিবিআই এই ঘটনার তদন্তে অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে ৷

ABOUT THE AUTHOR

...view details