কলকাতা, 28 জানুয়ারি: নির্বাচন পরবর্তী হিংসার মামলায় আবার মাঠে নেমেছেন সিবিআইয়ের আধিকারিকরা। শুক্রবার সকালেই ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় কলকাতার কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় অভিযুক্ত 5 জনকে ফেরার ঘোষণা করেছে সিবিআই। পাশাপাশি পলাতকদের মাথাপিছু 50 হাজার টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরেই সিবিআই তলব করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে (CBI summons Anubrata Mandal)। বীরভূমের বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় তলব করা হয় তাঁকে।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন 2 মে খুন হন গৌরব সরকার। এরপরেই সিবিআই তদন্তভার হাতে নেয় এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে কয়েকজন অনুব্রত মণ্ডলের নাম নেয়। শুক্রবার দুপুরে বীরভূমের ইলামবাজারে সিবিআইর ক্যাম্প অফিসে তলব করা হয় তাঁকে। কিন্তু তিনি হাজিরা দেননি। পরিবর্তে তাঁর আইনজীবী ক্যাম্প অফিসে গিয়ে একটি চিঠি দিয়ে জানান যে শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারবেন না অনুব্রত মণ্ডল।