পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Summons Sukanya Mondal: গরুপাচার কাণ্ডে সুকন্যা মণ্ডলকে হাজিরার নোটিশ সিবিআইয়ের - Anubrata Mondal

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এ বার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে হাজিরার নোটিশ দিল সিবিআই (CBI Summons Anubrata Daughter Sukanya Mondal) ৷ আজ সকাল সাড়ে 7টার সময় তাঁর বাড়িতে গিয়ে এই নোটিশ দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 23, 2022, 11:33 AM IST

Updated : Sep 23, 2022, 12:42 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) এ বার সিবিআই ব়্যাডারে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল (CBI Summons Anubrata Daughter Sukanya Mondal) ৷ এ দিন সকালে তাঁকে হাজিরার নির্দেশ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে এই নোটিশ দিয়েছে এ সেছেন সিবিআই আধিকারিকরা ৷ প্রসঙ্গত, এর আগে তাঁর সঙ্গে কথা বলতে সিবিআই আধিকারিকরা বোলপুরের বাড়িতে গিয়েছিলেন ৷

আজ সকাল সাড়ে 7 টা নাগাদ সিবিআই-এর একটি দল বোলপুরের ক্যাম্প অফিস থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে আসে ৷ সিবিআই সূত্রে খবর, সিআরপিসি 91নং ধারায় সুকন্যা মণ্ডলকে নোটিশ দেওয়া হয়েছে ৷ তাঁর কাছ থেকে একাধিক নথি এবং তথ্য চেয়ে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলে এবং সুকন্যা মণ্ডলের নামে যে সব ব্যবসা রয়েছে, সেই সব ব্যবসার নথি চাওয়া হয়েছে সিবিআই তরফে ৷ সিবিআই সূত্রে খবর, অনুব্রতর একাধিক ব্যবসা, রাইস মিল, ট্রাস্টে সুকন্যার নাম রয়েছে ৷ সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিল, জমি, বাগান বাড়ি, পুকুর, ট্রাস্ট, কোম্পানি-সহ বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ আর সেই সমস্ত সম্পত্তিতে নাম রয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ৷ প্রসঙ্গত, এর আগে সুকন্যা মণ্ডলকে বোলপুরের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সেই সময়ে সুকন্যা মণ্ডল সিবিআই আধিকারিকদের জানান, অনুব্রত মণ্ডল অর্থাৎ, তাঁর বাবার ব্যবসার হিসাব নিকাশ যিনি দেখাশোনা করেন, সেই মণীশ কোঠারিকেই জিজ্ঞাসা করা হোক ৷ তিনিই সমস্ত কিছুর বিষয়ে তদন্তকারীদের তথ্য দিতে পারবে ৷

আরও পড়ুন:এনামুলের তিন ভাগ্নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অন্যদিকে, বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী অফিসে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডলের বাড়ির এক পরিচারক ৷ আজ সকালে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন, তদন্ত করতে গিয়ে তাঁরা জানতে পেরেছেন অনুব্রত মণ্ডলের বাড়িতে একাধিক লোক কাজ করতেন ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সন্দেহ, তাঁদের অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়ে থাকতে পারে ৷ সেই সূত্রেই সিবিআই এ দিন সকালে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারককে জিজ্ঞাসাবাদ করেছে ৷ ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ৷

Last Updated : Sep 23, 2022, 12:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details