বোলপুর, 8 সেপ্টেম্বর: সিবিআই (CBI)-এর নজরে এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আরাধ্য়া দেবী মা কালীর (Goddess Kali) গায়ের গয়না ! তাদের হাতে আসা তথ্য বলছে, প্রতি বছর ধূমধাম করে কালীপুজো করতেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত ৷ দেবীর অঙ্গসজ্জায় থাকত এলাহি আয়োজন ৷ জমকালো শাড়ির সঙ্গে পরানো হত প্রচুর পরিমাণে সোনার গয়না (Gold Jewellery) ৷ এখনও পর্যন্ত যে হিসাব পাওয়া গিয়েছে, সেই অনুসারে, সব মিলিয়ে এই গয়নায় ব্যবহৃত সোনার পরিমাণ 570 ভরি ! যার বাজারদর প্রায় 3 কোটি টাকা ! প্রশ্ন উঠছে, এত টাকার সোনার গয়না এল কোথা থেকে ? এবার তারই তদন্তে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷
সিবিআই সূত্রে জানা গিয়েছে, কালীর বিগ্রহে পরানোর জন্য বিপুল পরিমাণ সোনার গয়না কবে, কোথা থেকে এবং কীভাবে কেনা হয়েছিল, তা জানতে চান গোয়েন্দারা ৷ যে স্বর্ণ ব্যবসায়ী এই সোনার গয়না তৈরি ও কেনার সঙ্গে যুক্ত ছিলেন, ইতিমধ্যেই তাঁকে ডেকে জেরা করা হয়েছে ৷ উল্লেখ্য, বিশ্বভারতীর রতন কুঠিতে অস্থায়ী ক্যাম্প অফিস খুলেছে সিবিআই ৷ বৃহস্পতিবার সেখানেই সংশ্লিষ্ট স্বর্ণ ব্যবসায়ী এবং ব্যাংক আধিকারিকদের ডেকে পাঠানো হয় ৷ বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷