রামপুরহাট, 16 জুন : আইন মোতাবেক আনারুল হোসেনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়নি । মোবাইলটি নিয়ে তা ট্যাম্পারিং করেছে সিবিআই (Bagtui Case) । তবে আদালতে তা জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন বগটুই কাণ্ডে মূল অভিযুক্ত আনারুল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা (CBI siezes mobile of Anarul Hossain without law, alleges lawyer) ।
বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে বিচারকের এজলাসে এই অভিযোগ তুলে লিখিত আবেদন করা হয় । আনারুলের আইনজীবীর দাবি, আদালত সেই আবেদন গ্রহণ করেছে ৷ 29 জুন শুনানির দিন ধার্য করা হয়েছে ।