বগটুই, 31 মার্চ : বগটুই গণহত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের বাড়ির দরজা ভাঙল সিবিআই ৷ নিহত উপ-প্রধান ভাদু শেখের অন্যতম ঘনিষ্ঠ এই লালন শেখ (CBI Visits Lalan Sheikh House) ৷ বাড়ি মানুষশূন্য গত 10 দিন ধরে ৷ তবে সেখানে আটকে রয়েছে একটি প্রাণী ৷ সে লালন শেখের পোষ্য কুকুরটি ৷ গত 10 দিন ধরে খাবার জোটেটি ৷ অচেনা মানুষজন দেখেও পায়ে লুটিয়ে পড়ে ৷ আবদার জানায় একটু মনোযোগের ৷ তদন্তকারীদের তরফেই তার জন্য খাবারের ব্যবস্থা করা হয় ৷
বগটুই হত্যাকাণ্ডের পর থেকে পলাতক লালন শেখ ৷ এই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত সে ৷ ভাদু শেখের বাড়ির পিছনে বাড়ি লালন শেখের ৷ বৃহস্পতিবার তথ্যপ্রমাণ সংগ্রহ করতেই লালন শেখের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা ৷ দরজার তালা ভাঙতেই বেরিয়ে আসে লালন শেখের পোষ্য সারমেয় ৷ প্রায় 10 দিন ধরে বাড়ির মধ্য অভুক্ত অবস্থায় বন্ধ ছিল সারমেয়টি ৷ এদিন সিবিআই অফিসাররা লালন শেখের বাড়ির দরজা খুলতেই বেরিয়ে আসে সে ৷ সারমেয়টিকে সিবিআই আধিকারিকরা খাবার ও জল দিয়ে গ্রামবাসীদের হাতে তুলে দেন ৷