রামপুরহাট, 6 এপ্রিল : রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেন-সহ 8 জন অভিযুক্তের পলিগ্রাফ টেস্টের জন্য রামপুরহাট মহকুমা আদালতের অনুমতি চাইল সিবিআই (Polygraph Test At Bagtui)। যদিও আদালত আগামী 8 তারিখ শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে। পলিগ্রাফ টেস্ট করা হবে 1 জন নাবালকেরও ৷
21 মার্চ রামপুরহাট-1 নম্বর ব্লকের তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হবার পরে যে হিংসা হয়েছিল তাতে এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তৎকালীন তদন্তকারী সংস্থা সিট রামপুরহাট-1 নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি আনারুল হোসেন-সহ 22 জনকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে দু'জন নাবালক ছিল। আদালত ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছিল। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেওয়ার পর দফায় দফায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়। আজ পুলিশি হেফাজত শেষ হলে 22 জনের মধ্যে 18 জনকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়।