বোলপুর, 31 আগস্ট: তাঁর বিরুদ্ধে তথ্য জোগাড় করতে সকাল-সকাল বোলপুরে অনুব্রত-ঘনিষ্ঠ 4 জনের বাড়ি, অফিস পাশাপাশি ব্যাংকে হানা সিবিআই'য়ের ৷ ব্যাংকের অ্যাকাউনটেন্ট-সহ তৃণমূল কাউন্সিলর ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারী অফিসারেরা (CBI raids to Anubrata's close aides house) ৷ বোলপুর মহকুমা শাসকের দফতরেও যায় সিবিআই (CBI Raids Underway)। এদিন 'কেষ্ট'-র হিসাবরক্ষকের থেকে 7টি সম্পত্তির নথি পেয়েছেন গোয়েন্দারা ৷ সেগুলো মূলত অনুব্রত মণ্ডল সম্পর্কিত বলেই অনুমান সিবিআই'য়ের (CBI Conducts Raid at many places)।
সিবিআই আধিকারিকরা যখন অভিযান চালাচ্ছেন, তখন প্রত্যেকটি জায়গায় মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী ৷ গরুপাচার কাণ্ডে ধৃত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আপাতত জেল হেফাজতে ৷ অনুব্রতকে আদালতে পেশ করার আগে তথ্যপ্রমাণ জোগাড়ে মরিয়া সিবিআই ৷ এদিন সকাল থেকে 4টি দলে ভাগ হয়ে শুরু হয় সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। একইসঙ্গে 4 জায়গায় অভিযান চালায় তদন্তকারী অফিসারদের আলাদা আলাদা 4টি দল ৷ বোলপুরে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারির বাড়িতে প্রায় 5 ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই ৷ গত 27 অগস্ট এই হিসাবরক্ষককেই পূর্বপল্লী গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ডেকে প্রায় 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সূত্রের খবর, এদিন মনীশ কোঠারীর থেকে অনুব্রতর 7টি সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷