সিউড়ি, 25 জানুয়ারি: গরুপাচার মামলায় ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেতে গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ-তল্লাশি চালাল সিবিআই ৷ তদন্তে নেমে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল গোয়েন্দারা ৷ কালো টাকা সাদা করতে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হত বলে জানা গিয়েছে ৷ এই তথ্য হাতে পাওয়ার পরেই অ্যাকাউন্ট মালিকের সন্ধানে গ্রামে গিয়ে সাক্ষী ও তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই ৷
গরুপাচার মামলায় আসানসোল বিশেষ সংশোধনাগারে সিবিআইয়ের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ অন্যদিকে, তথ্য সংগ্রহ করতে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সিউড়ি শাখায় হানা দেয় সিবিআই ৷ দীর্ঘ জেরা ও তল্লাশির পর এই শাখায় 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকেরা জানতে পেরেছিলেন, সিউড়ির আশপাশে বিভিন্ন গ্রামের কৃষকদের ভোটার কার্ড, ছবি, আধার কার্ড ব্যবহার করে অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে ৷ সেই অ্যাকাউন্টে ধান কেনাবেচার টাকা লেনদেন হয়েছে ৷ এই 177টি ভুয়ো কৃষক অ্যাকাউন্টে কোটি টাকার উপর লেনদেনের তথ্যও এসেছে গোয়েন্দাদের হাতে ৷
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে সিবিআই জেরা