পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Raids in Bolpur অনুব্রত ও তাঁর আত্মীয়দের সম্পত্তির খোঁজ, বোলপুরে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের

গরু পাচারের টাকায় কোথায়, কত সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং তাঁর আত্মীয়দের নামে ৷ এ বার সেই তথ্য জানতে বোলপুরে সাব রেজিস্ট্রারের অফিসে হানা দিল সিবিআই (CBI Raids in Bolpur) ৷ রেজিস্ট্রি অফিসের সব কম্পিউটার খতিয়ে দেখছেন আধিকারিকরা ৷

CBI Raids at Sub Register Office in Bolpur to Know About Anubrata Mondal Property
CBI Raids at Sub Register Office in Bolpur to Know About Anubrata Mondal Property

By

Published : Aug 23, 2022, 12:00 PM IST

বোলপুর, 23 অগস্ট: এ বার বোলপুরে সাব রেজিস্ট্রারের অফিসে হানা দিল সিবিআই (CBI Raids in Bolpur) ৷ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে ও বেনামে কত জমি কেনা হয়েছে, তা জানতেই রেজিস্ট্রি অফিসে অভিযান চালায় সিবিআই ৷ গরু পাচারের টাকাতেই এই বিপুল পরিমাণ সম্পত্তি কেনা হয়েছে কি , তা জানতে এই অভিযান চালানো হয়েছে ৷ সিবিআই-এর আধিকারিকরা রেজিস্ট্রি অফিসের কম্পিউটার এবং বিভিন্ন নথি খতিয়ে দেখছেন ৷

সিবিআই সূত্রে খবর, জমি দফতরের এই অফিসে অনুব্রত মণ্ডল এবং তাঁর একাধিক আত্মীয়ের নামে বহু সম্পত্তির রেজিস্ট্রেশন করা হয়েছে ৷ তেমনই তথ্য গত কয়েকদিনের তদন্তে সিবিআই আধিকারিকদের হাতে এসেছে বলে খবর ৷ কার নামে, কোথায়, কত জমি, বাড়ি বা সংস্থা রয়েছে, তা জানতে এ দিন রেজিস্ট্রি অফসে হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ দফতরের কর্মীদের পাশে রেখেই কম্পিউটারে সব নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ প্রসঙ্গত, আগামিকাল তৃতীয় দফায় অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হবে ৷

গরু পাচার মামলায় (Cattel Smuggling) এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তারই মাঝে গত কয়েকদিনে বোলপুর এবং তার আশেপাশে একাধিক জায়গায় হানা দিয়েছে সিবিআই ৷ শুরুটা হয়েছিল অনুব্রতর মেয়ের নামে থাকা রাইস মিল দিয়ে ৷ মাঝে অনুব্রত ঘনিষ্ঠ বোলপুর পৌরসভার গাড়ির খালাসি বিদ্যুৎবরণ গায়েনের বিপুল সম্পত্তির উৎস খুঁজতে তদন্ত শুরু করে সিবিআই ৷ এর পর গতকাল বীরভূম জেলা সভাপতির দিদির নামে থাকা রাইস মিলে অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন:অপা কাণ্ডে এবার ইডির নজরে ব্যাংক কর্মী দম্পতি

অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের বিলাসবহুল ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ গতকালই 18টি ব্যাংকে হানা দিয়েছিল সিবিআই ৷ ওই সব ব্যাংকে অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ৷ সোমবার সেই অ্যাকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details