বোলপুর, 22 অগস্ট: ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) বোলপুরের ফ্ল্যাটে হানা দিল সিবিআই। বোলপুরের কাশীপুর সংলগ্ন বাইপাসে সায়গলের ফ্ল্যাটে তৃতীয়বারের জন্য হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI raids Saigal Hossains flat in Birbhum) ৷ ব্যাঙ্ক অফিসারকে নিয়েই এদিন সায়গলের ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসারেরা।
গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেই প্রথম গ্রেফতার করেছিল সিবিআই ৷ এদিন সকাল সকাল তদন্তের প্রামাণ্য নথি জোগাড়ে অনুব্রতর দিদি-জামাইবাবুর রাইস মিলেও হানা দেন সিবিআই আধিকারিকরা ৷ গরুপাচার কাণ্ডের তদন্ত করতে গিয়ে আগেই অনুব্রতর দেহরক্ষীর কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা ৷ সিবিআই হানার সময় সায়গলের বোলপুরের ফ্ল্যাটে তাঁর স্ত্রী এবং কন্যা ছিলেন বলে জানা গিয়েছে ৷