বোলপুর, 15 সেপ্টেম্বর: গরু পাচার মামলার (Cattle Smuggling Case) তদন্তে বোলপুরে রবীন্দ্রনাথ ঘোষ, নীলাঞ্জন পাণ্ডে ও বিশ্বনাথ রায়ের বাড়িতে হানা দিল সিবিআই (CBI raid)। জানা গিয়েছে, এঁদের কাছ থেকে জমি, পুকুর, মুড়ি মিল, বাগান বাড়ি কিনেছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সেই সমস্ত নথি নিয়ে বিক্রেতাদের জেরা করেন তদন্তকারী অফিসারেরা ৷
গরু পাচার কাণ্ডে বোলপরে দু দিন ধরে তৎপরতা চলছে সিবিআই-এর । 14 সেপ্টেম্বর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মালিক মলয় পীঠকে জেরা করে সিবিআই । এরপর আজ বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কালিকাপুরে রবীন্দ্রনাথ ঘোষ ও বিশ্বনাথ ঘোষের বাড়িতে যায় সিবিআই । জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঘোষের বাবা স্বর্গীয় হংসগোপাল ঘোষের কাছ থেকে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল জমি ও বাগানবাড়ি কিনেছিলেন ৷