বোলপুর, 21 অগস্ট:এবার সিবিআই হানা দিল অনুব্রত মণ্ডল 'ঘনিষ্ঠ' বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে (CBI Raid on Anubrata Close Aide House) ৷ বিভিন্ন কোম্পানিতে অনুব্রত-কন্যার সঙ্গেই ডিরেক্টর পদে রয়েছেন তিনি ৷
গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানতে পারেন, একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর । সেই কোম্পানিগুলিতে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গেই যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন বিদ্যুৎবরণ গায়েন ৷ তিনি আগে বোলপুর পৌরসভার কর্মী ছিলেন ৷
অনুব্রত ঘনিষ্ঠ হওয়ায় বিদ্যুৎবরণ গায়েনের কয়েক বছরে সম্পত্তি ফুলে ফেঁপে ওঠে ৷ একজন পৌরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কীভাবে হল ? গরুপাচারের টাকাই কি লগ্নি হত এই কোম্পানিগুলিতে ? তা জানতেই এবার তাঁর বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা । অনুব্রতর ভোলে বোম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎবরণের ৷ দুপুরে তাঁর বোলপুরের কালিকাপুরের বাড়িতে চলল সিবিআই তল্লাশি ।