পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI in Anubrata Close Aide House এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা - Anubrata Mondal Rice Mill in Bolpur

বিভিন্ন কোম্পানিতে অনুব্রত কন্যার সঙ্গেই ডিরেক্টর পদে আছেন বিদ্যুৎবরণ গায়েন ৷ তাঁর বাড়িতে এবার হানা দিল সিবিআই আধিকারিকরা (CBI Raid on Anubrata Close Aide House) ৷

CBI Raid on Anubrata Close Aide House
CBI Raid on Anubrata Close Aide House

By

Published : Aug 21, 2022, 3:36 PM IST

Updated : Aug 21, 2022, 4:22 PM IST

বোলপুর, 21 অগস্ট:এবার সিবিআই হানা দিল অনুব্রত মণ্ডল 'ঘনিষ্ঠ' বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে (CBI Raid on Anubrata Close Aide House) ৷ বিভিন্ন কোম্পানিতে অনুব্রত-কন্যার সঙ্গেই ডিরেক্টর পদে রয়েছেন তিনি ৷

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ তদন্তে নেমে সিবিআই অফিসারেরা জানতে পারেন, একাধিক কোম্পানিতে লগ্নি রয়েছে অনুব্রতর । সেই কোম্পানিগুলিতে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের সঙ্গেই যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন বিদ্যুৎবরণ গায়েন ৷ তিনি আগে বোলপুর পৌরসভার কর্মী ছিলেন ৷

অনুব্রত ঘনিষ্ঠ হওয়ায় বিদ্যুৎবরণ গায়েনের কয়েক বছরে সম্পত্তি ফুলে ফেঁপে ওঠে ৷ একজন পৌরসভার সাফাই কর্মীর এত সম্পত্তি কীভাবে হল ? গরুপাচারের টাকাই কি লগ্নি হত এই কোম্পানিগুলিতে ? তা জানতেই এবার তাঁর বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা । অনুব্রতর ভোলে বোম রাইস মিলেও নাম রয়েছে এই বিদ্যুৎবরণের ৷ দুপুরে তাঁর বোলপুরের কালিকাপুরের বাড়িতে চলল সিবিআই তল্লাশি ।

অনুব্রত মণ্ডলের সঙ্গে বিদ্যুৎবরণ গায়েন

গরুপাচার মামলায় ইতিমধ্যেই তদন্তে অনুব্রত-কন্যার নাম উঠে এসেছে ৷ শুধু তাই নয়, আর এই সবের মধ্যেই গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের ত্রিশূলাপট্টির ভোলে বোম রাইস মিলে (Anubrata Mondal Rice Mill in Bolpur) এর আগে হানা দিয়েছিল সিবিআই-এর একটি দল ৷

আরও পড়ুন:বোলপুরে অনুব্রত কন্যার নামে থাকা রাইস মিলে সিবিআই হানা

সিবিআই সূত্রে খবর, রাইস মিলটি অন্য এক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় অনুব্রত মণ্ডলের মেয়ের নামে কেনা হয়েছে ৷ 2013 সালে 45 বিঘা জমির উপর গড়ে ওঠা এই রাইস মিলটি 5 কোটি টাকা দিয়ে কেনেন অনুব্রত মণ্ডল ৷ পরবর্তী সময়ে পাশের আরও একটি ছোট রাইস মিলকে এর সঙ্গে যুক্ত করে ভোলে বোম রাইস মিল শুরু করেন তিনি ৷

এবার সিবিআই হানা দিল অনুব্রত মণ্ডল 'ঘনিষ্ঠ' বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে
Last Updated : Aug 21, 2022, 4:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details