পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Raid on Anubrata Rice Mill বোলপুরে অনুব্রত কন্যার নামে থাকা রাইস মিলে সিবিআই হানা - Sukanya Mondal

গরুপাচার মামলায় এ বার অনুব্রত মণ্ডলের মেয়ের নামে থাকা রাইস মিলে হানা দিল সিবিআই (CBI Raid at Anubrata Mondal Rice Mill in Bolpur) ৷ বোলপুরের ওই রাইস মিলে এ দিন সকালে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি দল ৷

cbi-raid-at-anubrata-mondal-rice-mill-in-bolpur
cbi-raid-at-anubrata-mondal-rice-mill-in-bolpur

By

Published : Aug 19, 2022, 11:42 AM IST

Updated : Aug 21, 2022, 3:42 PM IST

বোলপুর, 19 অগস্ট: এবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে থাকা রাইস মিলে হানা দিল সিবিআই (CBI Raid at Anubrata Mondal Rice Mill in Bolpur) ৷ এ দিন সকালে বোলপুরের ত্রিশূলাপট্টির ভোলে বোম রাইস মিলে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ কিন্তু অভিযোগ, প্রথমে সিবিআই আধিকারিকদের রাইস মিলের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ জানা গিয়েছে, সুকন্যা মণ্ডল ওই রাইস মিলের অন্যতম অংশীদার ৷

গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ যে মামলার তদন্তে অনুব্রত কন্যার নাম উঠে এসেছে ৷ অভিযোগ উঠেছে, টেট পাশ না করেও প্রাথমিকে স্কুল শিক্ষিকার চাকরি পেয়ে গিয়েছেন তিনি ৷ তবে, স্কুলে যান না ৷ বদলে তাঁর বাড়িতে হাজিরার খাতা চলে আসত বলে জানা গিয়েছে ৷ যদিও, পুরো বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে ৷

আরও পড়ুন:সুকন্যা সহ 6 জনকে হাজিরার নির্দেশ প্রত্যাহার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আর এই সবের মধ্যেই গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলের ত্রিশূলাপট্টির ভোলে বোম রাইস মিলে এ দিন হানা দিয়েছে সিবিআই এর একটি দল ৷ সিবিআই সূত্রে খবর, রাইস মিলটি অন্য এক ব্যক্তির সঙ্গে যৌথ মালিকানায় অনুব্রত মণ্ডলের মেয়ের নামে কেনা হয়েছে ৷ 2013 সালে 45 বিঘা জমির উপর গড়ে ওঠা এই রাইস মিলটি 5 কোটি টাকা দিয়ে কেনেন অনুব্রত মণ্ডল ৷ পরবর্তী সময়ে পাশের আরও একটি ছোট রাইস মিলকে এর সঙ্গে যুক্ত করে ভোলে বোম রাইস মিল শুরু করেন তিনি ৷

ভোলে বোম রাইস মিলের বাইরে অপেক্ষারত সিবিআই আধিকারিকরা

আরও পড়ুন:হাইকোর্টে অনুব্রত কন্যা, স্লোগান উঠল গরু চোরের মেয়ে

এ দিন সকালে সিবিআই-এর আধিকারিকরা সেখানে পৌঁছলে প্রথমে তাঁদের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ৷ মূলত রাইস মিলের নিরাপত্তা রক্ষীরাই তাঁদের বাধা দেন ৷ বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পর ভিতরে ঢোকে সিবিআই ৷ গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রাইস মিলের ভিতরে এখনও পর্যন্ত 5টি দামি গাড়ি পাওয়া গিয়েছে ৷ যে গাড়িগুলি অতীতে অনুব্রত মণ্ডলকে ব্যবহার করতে দেখা গিয়েছিল বলে জানা যাচ্ছে ৷ প্রসঙ্গত, গরুপাচার মামলায় আগামী 20 অগস্ট ফের অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করবে সিবিআই ৷

Last Updated : Aug 21, 2022, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details