পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Raid in Cattle Smuggling Case : অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার নথি

গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (TMC Leader Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন ৷ বুধবার তাঁর বোলপুরের ফ্ল্যাটে প্রায় দু’ঘণ্টা ধরে তল্লাশি চালায় সিবিআই (CBI Raid at Anubrata Mandal Bodyguard Bolpur Flat) ৷ বেশ কিছু নথি উদ্ধার হয় বলে সূত্রের খবর ৷

cbi-raid-at-anubrata-mandal-bodyguard-bolpur-flat
CBI Raid in Cattle Smuggling Case : অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার নথি

By

Published : Jun 15, 2022, 3:51 PM IST

বোলপুর, 15 জুন : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের বাড়িতে সিবিআই হানা (CBI Raid at Anubrata Mandal Bodyguard Bolpur Flat) । গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) তাঁকে হেফাজতে নিয়ে জেরার পর তাঁর বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি চালালেন সিবিআই (CBI) অফিসারেরা । প্রায় দু’ঘণ্টা ধরে চলে তল্লাশি ৷ তার পর সেখান থেকে বেরিয়ে যান তদন্তকারীরা ৷

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা

জানা গিয়েছে যে এই ফ্ল্যাটের বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা ৷ সূত্রের খবর, ফ্ল্যাট থেকে উদ্ধার বেশকিছু নথি ৷ ব্যাঙ্কের দুই আধিকারিকও সিবিআইয়ের সঙ্গে ওই তল্লাশিতে ছিল ৷ তবে এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা কোনও কথা বলতে চাননি ৷

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা

গরু পাচার কাণ্ডের তদন্তে ইতিমধ্যে সিবিআই জেরা করেছে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (TMC Leader Anubrata Mandal) ৷ তার পর জেরা করা হয় তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে ৷ গত 9 জুন গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই । আপাতত তিনি সিবিআই হেফাজতে রয়েছেন ৷

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা

হেফাজতে নিয়ে জেরার পর সায়গল হোসেনের মুর্শিদাবাদের ডোমকল, কলকাতার নিউটাউনের বাড়িতে হানা দেয় সিবিআই । মেলে একাধিক নথি, সোনার গয়না-সহ আরও কিছু জিনিসপত্র ৷ অনুব্রতর দেহরক্ষীর সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ সিবিআই অফিসারদের ৷

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা

এবার বোলপুরের বাইপাসের ধারে সায়গল হোসেনের ফ্ল্যাটে হানা দিল পাঁচ সদস্যের সিবিআইয়ের প্রতিনিধি দল । গরু পাচার কাণ্ডে অন্যতম সূত্র এই সায়গল হোসেন বলে মনে করছে সিবিআই । ভারতীয় স্টেট ব্যাংকের দুই অফিসারকে সঙ্গে নিয়ে সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই । রয়েছে সায়গলের পরিবারের কয়েকজন ৷

আরও পড়ুন :Anubrata Mandal Bodyguard : 17 জুন পর্যন্ত সিবিআই হেফাজত অনুব্রতর দেহরক্ষী সাইগল হোসেনের

ABOUT THE AUTHOR

...view details