পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার মামলায় দু'দফায় ম্যারাধন জেরা অনুব্রত 'ঘনিষ্ঠ' ব্যবসায়ীকে - SEVEN HOURS IN CATTLE SMUGGLING CASE

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে দুই দফায় প্রায় 7 ঘণ্টা ধরে জেরা করল সিবিআই (Central Bureau of Investigation) ৷

Cattle Smuggling Case
গোরু পাচার মামলা

By

Published : Oct 11, 2022, 11:10 PM IST

বোলপুর, 11 অক্টোবর: অনুব্রত 'ঘনিষ্ঠ' ব্যবসায়ীকে ম্যারাথন জেরা সিবিআই'য়ের ৷ দুই দফায় প্রায় 7 ঘণ্টা ধরে সঞ্জীব মজুমদারকে জেরা করা হয় সিবিআই ক্যাম্প অফিসে (Central Bureau of Investigation) ৷ জেরা শেষে সাংবাদিকদের কাছে মুখ খুলতে চাননি তিনি ৷ এদিন সকাল 11টা থেকে তাঁকে জেরা শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ পুজো কাটতেই গরুপাচার মামলায় ফের সিবিআইয়ের তৎপরতা শুরু ।

গরুপাচার মামলায় ইতিমধ্যেই তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-সহ 95 জনের নামে 35 পাতার চার্জশিট পেশ করেছে সিবিআই । তাই পুজো কাটতেই ফের তদন্তে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দারা । শান্তিনিকেতনে রতনকুঠি গেস্ট হাউসে অস্থায়ী ক্যাম্প অফিসে আসেন সিবিআই অফিসারেরা ৷

আরও পড়ুন:অনুব্রত 'ঘনিষ্ঠ' মলয় পীঠকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

এর আগে এই ক্যাম্প অফিসে ডেকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ একাধিক নেতা, ব্যবসায়ী, ব্যাংক আধিকারিক, রেজিষ্ট্রি অফিসের আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । একইভাবে ফের কাজ শুরু । এদিন ডেকে পাঠানো হয় সঞ্জীব মজুমদার নামে অনুব্রত ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে ৷ বীরভূমের আহমেদপুরের বাসিন্দা এই ব্যবসায়ী ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিলের সঙ্গে যুক্ত সে ৷ এছাড়াও, অনুব্রতর অন্যান্য কোম্পানি, ব্যবসার সঙ্গেও যুক্ত ৷ অনুব্রতর বোলপুরের বাড়িতে প্রায় সময় তাঁকে দেখা যেত ৷

এককথায় মাত্র কয়েক বছরে সম্পত্তিতে ফুলেফেঁপে উঠতে দেখা গিয়েছে এই ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে ৷ শুধু তাই নয়, দলীয় সভা, মিটিং, মিছিলেও সক্রিয় ভূমিকায় দেখা যেত এই ব্যবসায়ীকে । এই সমস্ত তথ্য হাতে পেয়েই এদিন তাঁকে ডেকে পাঠায় সিবিআই । সকাল 11টা থেকে তাঁকে জেরা করতে শুরু করেন সিবিআই অফিসারেরা । দুই দফায় প্রায় 7 ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করা হয় এই ব্যবসায়ীকে ।

প্রসঙ্গত, এর আগে অনুব্রত 'ঘনিষ্ঠ' শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মালিক মলয় পীঠকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই । বোলপুরের ক্যাম্প অফিসে ডেকে প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা । স্বাধীন ট্রাস্ট-সহ মেডিক্যাল কলেজের অ্যাকাউন্টে টাকা কোথা থেকে এসেছে, জানতে চান সিবিআই অফিসারেরা (Central Bureau of Investigation) ।

ABOUT THE AUTHOR

...view details