কলকাতা, 11 জানুয়ারি: লালন শেখ মৃত্যু মামলায় (Lalan Sheikh Death Case) অস্বস্তিতে সিবিআই (CBI) ৷ এই ঘটনায় তাদের অভিযুক্ত আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে ৷ বুধবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত ৷ পাশাপাশি লালন শেখ মৃত্যু মামলায় ময়নাতদন্তের বিষয়ে রাজ্য় পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডিকে (CID) দ্বিতীয় মতামত (Second Opinion) নেওয়ারও নির্দেশ দিলেন তিনি ৷ ইতিমধ্যেই কলকাতার এসএসকেএম ও কল্যাণী এইমসে দুই দফায় লালন শেখের দেহের ময়নাতদন্তে করা হয়েছে ৷ এই দু'টি ময়নাতদন্তের রিপোর্ট ফের একবার বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে আদালত ৷
এদিন বিচারপতি তাঁর নির্দেশে বলেন, "আগামী 17 জানুয়ারি দুপুর 2টোর সময় এই মামলার ফের শুনানি হবে ৷ তার আগেই সিআইডি অভিযুক্ত সিবিআই আধিকারিকদের ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারবে ৷ তবে, জিজ্ঞাসাবাদের 24 ঘণ্টা আগে নোটিশ দিয়ে বিষয়টি জানাতে হবে ৷ পাশাপাশি, ময়নাতদন্ত যা হয়েছে, সেই বিষয়েও দ্বিতীয় মতামত নিতে হবে ৷"
আরও পড়ুন:লালন শেখ মৃত্যু মামলায় সিআইডি নিরপেক্ষ তদন্ত করছে না, হাইকোর্টে দাবি সিবিআইয়ের
এদিনের শুনানিতে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন আইনজীবী অনির্বাণ রায় ৷ তিনি সিআইডি-র পক্ষে বলেন, "কোনও মামলার তদন্ত প্রক্রিয়া স্থানান্তর করতে হলে কেন সেই আবেদন করা হচ্ছে, তার স্বপক্ষে যথাযথ যুক্তি ও প্রমাণ পেশ করতে হয় ৷ কিন্তু, এক্ষেত্রে সিবিআই এখনও পর্যন্ত তেমন কিছুই পেশ করতে পারেনি ৷ থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 200 মিটার হওয়ার সত্ত্বেও লালন শেখের মৃত্যুর বিষয়টি ফোন করেও থানায় জানাননি সংশ্লিষ্ট সিবিআই আধিকারিকরা ৷ পরবর্তীতে তাঁরা জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ তারপর এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেখানে যান ৷ তিনি জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত আলো না-থাকায় তিনি ভালো করে তদন্ত করতে পারেননি ! এরপরই মৃতের স্ত্রী পুলিশে এফআইআর করেন ৷"
রাজ্যের আইনজীবীর প্রশ্ন ছিল, "এই ঘটনাপ্রবাহে সিআইডি-র তদন্তে কোথায় গলদ রয়েছে ? অথচ, সিবিআই সেটাই বারবার বোঝানোর চেষ্টা করছে ! ঘটনার পরদিন ময়নাতদন্ত হয় ৷ সেখানে জানানো হয়, লালন শেখের দুই পায়ে রক্তের দাগ ছিল ! দুই পায়ের পাতায় কালচে দাগ ছিল ৷ সিবিআই বলছে, এই ঘটনায় অভিযোগ জানানোর ক্ষেত্রে লালনের স্ত্রী রেশমা বিবির স্বাক্ষর জাল করা হয়েছে ! তা প্রমাণ করতে হলে তো বিশেষজ্ঞ দরকার ৷ বর্তমান প্রেক্ষাপটে সেটা কি খুব জরুরি ?"
অভিযোগ, এই মামলায় অভিযুক্তদের তালিকায় গরুপাচার মামলার তদন্তকারী সিবিআই আধিকারিকদের নাম ঢোকানো হয়েছে ৷ এদিনের শুনানিতে সেই প্রসঙ্গটিও উল্লেখ করেন রাজ্য়ের আইনজীবী ৷ তাঁর বক্তব্য, গরুপাচার প্রসঙ্গ অহেতুকভাবে এই মামলায় টেনে আনা হচ্ছে ৷ পালটা সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, "যে সিবিআই আধিকারিকরা লালন শেখের মামলায় তদন্ত করছিলেন, তাঁদের ইতিমধ্য়েই সেই দায়িত্ব থেকে সরানো হয়েছে ৷ তাছাড়া, এই মামলায় ময়নাতদন্তের রিপোর্ট বিকৃত করা হয়েছে ৷ আমরা রাজ্যের কোনও মামলাতেই তদন্ত করতে পারছি না ৷ সব তদন্তেই বাধা দেওয়া হচ্ছে !"