বোলপুর, 22 অগস্ট : গরু পাচার কাণ্ডের (Cattle Smuggling Case) তদন্তে সোমবার বোলপুরের একটি ব্যাংকের শাখায় হাজির হন সিবিআইয়ের (CBI) গোয়েন্দারা ৷ সেখানে তাঁরা মিলিয়ে দেখেন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ৷ ওই শাখার ম্যানেজারের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর আধিকারিকরা ৷
প্রসঙ্গত, গরু পাচার মামলায় এদিন সকাল সকাল বোলপুরের ভুবনডাঙায় শিবশম্ভু রাইস মিলে হানা দেয় সিবিআই । এই রাইস মিলটি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দিদি শিবানী ঘোষ ও জামাইবাবু কমলকান্ত ঘোষের নামে রয়েছে । প্রায় 4 ঘণ্টা এই রাইস মিলে তল্লাশি চালায় ও ম্যানেজার-কর্মীদের জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ৷
সেখান থেকে বোলপুরে রবীন্দ্রবীথি বাইপাসে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটে যায় সিবিআই । সঙ্গে ছিলেন ভারতীয় স্টেট ব্যাঙ্কের এক মহিলা আধিকারিক ৷ সায়গল হোসেনের স্ত্রীর সঙ্গে কথা বলেন তাঁরা । সিবিআই সূত্রে খবর, গোয়েন্দারা জানতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ৷ এরপরেই বোলপুরে একটি ব্যাংকের শাখায় আসেন সিবিআইয়ের দুই সদস্যের প্রতিনিধি । বিকেল থেকে দীর্ঘক্ষণ এই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলেন ৷ সায়গল হোসেন ও অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তদন্তকারী অফিসারেরা ৷