বোলপুর, 29 মে : ভোট পরবর্তী হিংসা মামলায় এবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা সুদীপ্ত ঘোষকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI Interrogate Close Aide of Anubrata Mandal) ৷ রবিবার দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে প্রায় 4 ঘন্টা জেরা করা হয় তাঁকে ৷ বীরভূমে তৃণমূলের জেলা সম্পাদক পদে রয়েছেন সুদীপ্ত ঘোষ ৷ প্রসঙ্গত, 2021 বিধানসভা ভোট পরবর্তী হিংসায় ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার ৷ আগেই এই মামলায় একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই ৷
2021 সালের 2 মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয় ৷ এরপরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত-সহ বীরভূমের দিকে দিকে ভোট পরবর্তী হিংসা ব্যপক আকার ধারণ করে৷ ফল প্রকাশের দিনই ইলামবাজার থানার গোপালনগর গ্রামে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার । এই মামলায় 24 জন তৃণমূল নেতা-কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের হয় । হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে পায় সিবিআই ।