রামপুরহাট, 5 এপ্রিল : বগটুই গণহত্যার তদন্তে নেমে একের পর এক তথ্য সামনে আনছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ৷ ইতিমধ্যে মিহিলাল, শেখলালের অভিযোগের ভিত্তিতে ধৃত রানা শেখ ও মিলন শেখের টোটোর হ্যান্ডেল, স্টিয়ারিংয়ে হাতের ছাপের নমুনা সংগ্রহ করেছে সিবিআইয়ের ফরেনসিক টিম । এদিন গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তোলা হল বগটুই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের তিন সদস্যকে (CBI has taken three victims of Bagtui Massacre to Court) ।
আজ প্রথমে রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয় মিহিলাল শেখ, নেকলাল শেখ, ও কিয়াম শেখ নামে এক নাবালককে। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় রামপুরহাট মহকুমা আদালতে । অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে তোলা হয় তাঁদের ।