পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI on Bagtui Massacre : গোপন জবানবন্দি নিতে মিহিলাল-সহ তিনজনকে আদালতে নিয়ে গেল সিবিআই - CBI on Bagtui Massacre

বগটুই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের তিন সদস্য মিহিলাল শেখ, নেকলাল শেখ ও কিয়াম শেখ নামে এক নাবালককে নিয়ে যাওয়া হল রামপুরহাট মহকুমা আদালতে । অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে তোলা হয় তাঁদের (CBI has taken three victims of Bagtui Massacre to Court)।

Bagtui Massacre
মৃতদের পরিবারের তিন সদস্যকে আদালতে নিয়ে গেল সিবিআই

By

Published : Apr 5, 2022, 3:22 PM IST

রামপুরহাট, 5 এপ্রিল : বগটুই গণহত্যার তদন্তে নেমে একের পর এক তথ্য সামনে আনছে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ৷ ইতিমধ্যে মিহিলাল, শেখলালের অভিযোগের ভিত্তিতে ধৃত রানা শেখ ও মিলন শেখের টোটোর হ্যান্ডেল, স্টিয়ারিংয়ে হাতের ছাপের নমুনা সংগ্রহ করেছে সিবিআইয়ের ফরেনসিক টিম । এদিন গোপন জবানবন্দি নেওয়ার আবেদন জানিয়ে আদালতে তোলা হল বগটুই অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের তিন সদস্যকে (CBI has taken three victims of Bagtui Massacre to Court) ।

আজ প্রথমে রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয় মিহিলাল শেখ, নেকলাল শেখ, ও কিয়াম শেখ নামে এক নাবালককে। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় রামপুরহাট মহকুমা আদালতে । অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে তোলা হয় তাঁদের ।

আরও পড়ুন : ‘সিবিআই যা করছে ঠিক করছে’, বগটুই কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্তে খুশি অনুব্রত

যে তিনজনকে আজ রামপুরহাট মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে, তাঁদের মধ্যে কিয়াম শেখ 21 তারিখ রাতে বগটুই গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছিল । তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজে ৷ তিনদিন হাসপাতালে থাকার পর সুস্থ হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেন চিকিৎসকরা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details