পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Post Poll Violence : নির্যাতিতার বাড়িতে শান্তিনিকেতন থানার ওসিকে ঢুকতে দিল না সিবিআই - পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা

ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমে তদন্তে এল সিবিআইয়ের (CBI) প্রতিনিধি দল ৷ জেলার নলহাটি, খয়রাশোল, ইলামবাজারের বিভিন্ন জায়গায় তদন্ত চালান তারা ৷ শান্তিনিকেতন থানার ওসিকে জেরাও করলেন তদন্তকারী অফিসাররা ৷ এরপর সঙ্গে গেলেও উত্তর নারায়ণপুর গ্রামে নির্যাতিতার বাড়িতে ওসিকে ঢুকতে দিলেন না তারা ৷

নির্যাতিতার বাড়িতে শান্তিনিকেতন থানার ওসিকে ঢুকতে দিল না সিবিআই
তদন্তে এসে শান্তিনিকেতন থানার ওসিকে জেরা করলেন সিবিআই অফিসাররা ৷

By

Published : Aug 30, 2021, 3:21 PM IST

বোলপুর, ৩০ অগস্ট : ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে এসে শান্তিনিকেতন থানার ওসিকে জেরা করলেন সিবিআই অফিসাররা । পরে উত্তর নারায়ণপুর গ্রামে তদন্তে যান 9 সদস্যের সিবিআই (CBI)-এর প্রতিনিধি দল । সেখানে শান্তিনিকেতন থানার ওসিকে নির্যাতিতার ঘরে ঢুকতে দেননি সিবিআই অফিসারেরা ।

ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court) । সেই মতো রাজ্যের বিভিন্ন জায়গায় সিবিআই অফিসাররা তদন্তে যাচ্ছেন । বীরভূমের নলহাটি, খয়রাশোল, ইলামবাজার প্রভৃতি জায়গায় তদন্তে যায় সিবিআইয়ের 9 সদস্যের প্রতিনিধি দল । সোমবার শান্তিনিকেতনে আসেন সিবিআই অফিসাররা । শান্তিনিকেতন থানায় এসে ভোট পরবর্তী হিংসার ঘটনাগুলি নিয়ে ওসি দেবাশিস পণ্ডিতকে জেরা করেন । পরে সংশ্লিষ্ট উত্তর নারায়ণপুর গ্রামে এক নির্যাতিতার বাড়িতে যান অফিসারেরা । সঙ্গে ছিলেন শান্তিনিকেতন থানার ওসি । তবে নির্যাতিতার বাড়িতে ওসিকে ঢুকতে দেননি সিবিআই অফিসারেরা । তাঁকে বাইরেই দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন তাঁরা ৷ দীর্ঘক্ষণ নির্যাতিতার সঙ্গে কথা বলেন মহিলা সিবিআই অফিসার ৷ সঙ্গে ছিলেন অন্যান্য অফিসাররাও ।

তদন্তে এসে শান্তিনিকেতন থানার ওসিকে জেরা করলেন সিবিআই অফিসাররা ৷

ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত হিসাবে মানবাধিকার কমিশন হাইকোর্টে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিউদ্দিন ওরফে মামন শেখ, তৃণমূল নেতা পঞ্চানন খানের নাম জমা দেন ৷ এরপরেই তদন্তে আসেন সিবিআই অফিসাররা ।

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় দু'জনকে গ্রেফতার করল সিবিআই

ABOUT THE AUTHOR

...view details