পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI interrogates Sushil Sarkar: ‘আমি বীরভূমের সুপারম্যানকে আর ফোন করব না’ সুশীল সরকার - CBI investigation on post poll vigilance

ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের মোবাইলের কললিস্ট দেখে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই ৷ সোমবার বীরভূমের নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক সুশীল সরকারকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ (CBI Called Sushil Sarkar) ৷

CBI Called
‘আমি বীরভূমের সুপারম্যানকে আর ফোন করব না’ সুশীল সরকার

By

Published : Jun 6, 2022, 10:34 PM IST

Updated : Jun 6, 2022, 10:41 PM IST

দুর্গাপুর, 6 জুন : বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগসূত্র পেয়ে বীরভূম নাগরিক কল্যাণ সিমিতির সম্পাদক সুশীল সরকারকে নোটিশ পাঠায় সিবিআই ৷ সোমবার দুর্গাপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে তাঁকে পাঠানো হয়েছিল ৷ প্রায় 45 মিনিট ধরে তাঁকে জেরা করে সিবিআই (CBI Called Sushil Sarkar)৷

এদিন সিবিআই-য়ের অস্থায়ী ক্যাম্প থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম নাগরিক কল্যাণ সিমিতির সম্পাদক সুশীল সরকার জানিয়েছেন, তিনি আর ফোন করবেন না অনুব্রতকে ৷ দরকার হলে অনুব্রত ফোন করবেন তাঁকে ৷ তিনি আরও উল্লেখ করেন বিভিন্ন সামাজিক কাজের জন্য তিনি কেষ্টদাকে ফোন করতেন ৷

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে এবং পরবর্তীকালে এই নেতা যাদের সঙ্গে যোগাযোগ করেছেন বা তাঁর সঙ্গে যারা যোগাযোগ করেছেন তাঁদেরকে সিবিআই ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য । সেই সময়ই সমাজসেবামূলক কাজে ফোন করেছিলেন বীরভূমের নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক সুশীল সরকার । সেই সময়কার ফোনের কললিস্টে তাঁর নাম থাকায় তাঁকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন সুশীল সরকার ।

‘আমি বীরভূমের সুপারম্যানকে আর ফোন করব না’ সুশীল সরকার

এই প্রসঙ্গেই তিনি জানান, রাজনৈতিক হিংসা নিয়ে তিনি বীরভূম জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়েছিলেন । এদিন প্রায় 45 মিনিট জেরা করা হয়েছে বীরভূম নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক সুশীল সরকারকে ৷

আরও পড়ুন : Post Poll Violence Case : ভোট পরবর্তী হিংসায় অনুব্রত ঘনিষ্ঠ ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়কে তলব সিবিআই-এর

Last Updated : Jun 6, 2022, 10:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details