রামপুরহাট, 4 ডিসেম্বর:বীরভূমের (Birbhum) বগটুই গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় (Bogtui Massacre) মূল অভিযুক্ত লালন শেখকে (Lalan Sheikh) গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ সিবিআই (CBI) সূত্রে জানা গিয়েছে, এই লালন শেখই নিহত তৃণমূল নেতা ভাদু শেখের (Bhadu Sheikh) ছায়াসঙ্গী ছিলেন ৷ শনিবার রাতে তাঁকে পাকড়াও করে সিবিআই ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য মেলে বলে জানা গিয়েছে ৷ আজ, রবিবার (4 ডিসেম্বর, 2022) ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে (Rampurhat Sub-Division Court) পেশ করা হবে ৷
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে বগটুই কাণ্ড নিয়ে রাজ্য তথা সারা দেশের শোরগোল পড়ে যায় ৷ ঘটনার সূত্রপাত হয়েছিল গত 21 মার্চ রাতে ৷ ওই রাতেই 8টা (আটটা) 30 মিনিট নাগাদ বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে ৷ তিনি ছিলেন বগটুইয়ের বাসিন্দা ৷ অভিযোগ, সেই খুনের বদলা নিতেই পালটা হামলা চালানো হয় ৷ রাতের অন্ধকারে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ তাতে গ্রামের 10 থেকে 11টি বাড়ি পুড়ে খাক হয়ে যায় ৷ সেই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ন'জনের ৷ এঁদের মধ্যে সাতজন একটি পরিবারের সদস্য ছিলেন ৷ বাকি দু'জন ছিলেন অন্য পরিবারের ৷ এছাড়াও ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও দু'জনকে ৷ তাঁদের আশংকাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ পরবর্তীতে মৃত্যু হয় তাঁদেরও ৷