পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI-ED in Birbhum: অনুব্রত-ঘনিষ্ঠ নেতা ও ব্যবসায়ীর বাড়িতে জোড়া হানা, সাতসকালে বীরভূম অভিযানে সিবিআই-ইডি - CBI ED in Birbhum

অনুব্রত মণ্ডলের 'ঘনিষ্ঠ' কেরিম খান ও টুলু মণ্ডল ৷ আজ সকালে হঠাৎ তাঁদের দু'জনের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি আধিকারিকরা (CBI in Birbhum) ৷

CBI Birbhum Raid News
বীরভূমে সিবিআই অভিযান

By

Published : Aug 3, 2022, 9:31 AM IST

Updated : Aug 3, 2022, 2:09 PM IST

বোলপুর, 3 অগস্ট: বীরভূমের একাধিক জায়গায় সিবিআই ও ইডি হানা । শান্তিনিকেতনের রতনকুঠি গেস্ট হাউস থেকে দু'টি দলে বিভক্ত হয়ে নানুরের বাসাপাড়া ও সিউড়ির দিকে যান কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা । তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান ও সিউড়ির পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতেও হানা দেন তাঁরা (CBI and ED in Tulu Mandal and Karim Khan House in Birbhum) ।

শান্তিনিকেতনে বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা । বুধবার সকাল সকাল তাঁদের 10টি গাড়ি বেরিয়ে পড়ে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে দু'টি দলে ভাগ হয়ে একটি দল নানুরের দিকে, অন্য একটি দল সিউড়ির দিকে চলে যায় ৷

বীরভূমে সিবিআই-ইডি অভিযান, অনুব্রতর কাছের নেতা ও ব্যবসায়ীর বাড়িতে আধিকারিক

আরও পড়ুন: অনুব্রতর দেহরক্ষী সায়গলের 6 মামাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নানুরের বাসাপাড়ায় বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বাড়িতে যান অফিসারেরা ৷ প্রসঙ্গত, ভোট-পরবর্তী হিংসায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে এই কেরিম খানের ৷ অন্যদিকে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে সকাল সকাল হানা দেয় সিবিআই অফিসারেরা । উল্লেখ্য, এরা দু'জনেই তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত । তবে ঠিক কী বিষয়ে তদন্তে সিবিআই, তা এখনও জানা যাচ্ছে না।

এদিন কেরিম খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা মুক্ত শেখের বাড়িতেও যান ইডির আধিকারিকেরা ৷ তিনি নানুরের আটকুলা গ্রামে চালের আড়তের মালিক ৷ আর্থিক তছরূপের অভিযোগ পেয়ে ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের বাড়িতে সিবিআই অফিসারেরা রয়েছেন ৷ সেই সংলগ্ন আটকুলা গ্রামে মুক্ত শেখের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷

Last Updated : Aug 3, 2022, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details