বোলপুর (ইলামবাজার), 11 জুন : গরুপাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। ইতিমধ্যেই তাঁর দেহরক্ষীকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। সিবিআই তদন্তের মাঝেই বীরভূমের ইলামবাজার থেকে রমরমিয়ে চলছে গরুপাচার (Cattle Smuggling)। পুলিশকে টাকা দিয়েই মেলে গরু নিয়ে যাওয়ার ছাড়পত্র, এমনটাই জানাচ্ছে কারবারিরা ৷
এই হাট থেকে মুর্শিদাবাদ, সেখান থেকে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় পাচার হয়ে যায় গরু ৷ কারবারিদের কাছ থেকে উঠে এল সেই তথ্য ৷ বীরভূমের ইলামবাজারের সুখবাজার গরুর হাট দক্ষিণবঙ্গের সব থেকে বড় পশুহাট হিসাবে পরিচিত ৷ অভিযোগ, এই গরুর হাট থেকে মুর্শিদাবাদ-সহ রাজ্যের বিভিন্ন জেলায় গরুপাচার হয় । এমনকি এই হাট থেকেই বাংলাদেশে গরুপাচারের অভিযোগ ওঠে ৷
তদন্তে নেমে এই হাট থেকে একাধিক নথি পায় সিবিআই অফিসারেরা । তারপরই গরুপাচার কাণ্ডের অন্যতম চক্রি এনামূল হককে গ্রেফতার করা হয় ৷ নাম উঠে আসে অনুব্রত মণ্ডলের ৷ গরুপাচার কাণ্ডে তদন্তের জন্য একাধিকবার তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসের হাজিরা দেওয়ার নোটিশ দেয় সিবিআই । ইতিমধ্যে তাঁর দেহরক্ষী সাহগেল হোসেনকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে সিবিআই । এত কিছুর পরেও ইলামবাজার থেকে রমরমিয়ে চলছে গরুপাচার (Cattle smuggling still rampant in Birbhum)।