বোলপুর, 10 নভেম্বর: গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলকে আদালতে তোলার আগে দুই কাউন্সিলর-সহ ব্যাঙ্ক আধিকারিক ও লটারি এজেন্সির মালিককে জেরা করল সিবিআই (CBI)৷ বৃহস্পতিবার সকাল থেকেই এক এক করে অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠদের জেরা করছে সিবিআই । বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে অনুব্রত ঘনিষ্ঠ দুই কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও ওমর শেখকে দীর্ঘক্ষণ জেরা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । 11 নভেম্বর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হবে ।
গরু পাচার মামলায় একদিকে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, হিসেবরক্ষক মণীশ কোঠারী, ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য, সঞ্জীব মজুমদার, মলয় পীঠকে দিল্লিতে ডেকে জেরা করছে ইডি । অন্যদিকে, বিশ্বভারতীর রতনকুঠি গেস্ট হাউসে সিবিআই ক্যাম্প অফিসে এক এক করে অনুব্রত ঘনিষ্ঠ দুই কাউন্সিলার বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়, ওমর শেখ-সহ লটারি এজেন্সির মালিক, ব্যাংক আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন অফিসারেরা ৷ ওমর শেখ হলেন বোলপুর পৌরসভার উপপৌরপিতা ৷