বোলপুর, 20 অক্টোবর: অনুব্রত মণ্ডলের জীবনী 'খেলা হবে' বইটি (Author of Anubrata Mondal biography Khela Hobe) লিখেছেন চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ৷ গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) এ বার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই । বৃহস্পতিবার বিকেলে শান্তিনিকেতনে সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁকে ডেকে পাঠানো হয় । এছাড়াও তৃণমূল জেলা সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, তৃণমূল নেতা বাবু দাস ও ভারত সেবাশ্রম সংঘের শান্তি মহারাজকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারেরা ৷
বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জীবনী 'খেলা হবে' লিখেছিলেন সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সেই বই-এর উন্মোচন করেছিলেন স্বয়ং অনুব্রত মণ্ডল ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত । এছাড়াও তিনি রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের আপ্ত সহায়কও । সেই কারণে গরু পাচার মামলায় তাঁর কোনও যোগ রয়েছে কি না সে বিষয়ে অনুসন্ধান করতে আজ শান্তিনিকেতনে রতনকুঠি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে তাঁকে ডেকে পাঠানো হয় ৷